শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-119
আপনি খাবেন?
হ্যাঁ, তা তোমার সঙ্গে খেতে পারি। বসো।
না, আপনি বসুন।
তুমি খুঁজে পাবে না।
একটু চেষ্টা করে দেখি। আপনি বসুন।
শিরীন ভিতরে ঢোকে। রান্নাঘরের তাকে তার চোখ খুঁজে বেড়ায়।
বিকাল চারটার দিকে একজন কালো স্বাস্থ্যবান গোঁফঅলা লোক একটা ব্রিফকেস হাতে শিরীনদের গেটে শব্দ করল। তাইয়েবা বেরিয়ে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কাকে চান?
লোকটা বলল, এটা করিম সাহেবের বাসা?
জ্বি।
আমি একটু ভিতরে আসব? আমি ঢাকা থেকে আসছি।
এখন তো হবে না। বাসায় আর কেউ নেই।
আমার কথা আপনার সঙ্গেই। আপনি করিম সাহেবের স্ত্রী তো?
জ্বি।
আমি একটু ভিতরে আসি। বারান্দায় বসব এসে।
তাইয়েবা দাঁড়িয়ে থাকেন।
বলেন, আপনি সন্ধ্যায় সময় আসেন। সন্ধ্যার পরে। আমার ছেলে তখন ফিরবে।
লোকটা জিদ করে, আমি বারান্দায় বসে থাকব।
না।
কি মুশকিল, আমি চোর-ডাকাত নই, ভদ্রলোক। দেখতে পাচ্ছেন না?
আপনাদের কাজেই এসেছি।
- ছয়টার সময় আসুন।
বারান্দায় গ্রিল দেওয়ায় বেশ সুবিধা হয়েছে, এটা নতুন করে টের পেলেন তাইয়েবা। লোকটার সবদিকে খেয়াল ছিল। পাশের বাসাটাকে হুবহু অনুকরণ করে বাড়িটা তৈরি করেছেন। রান্নাঘরটা বেশ বড়। প্রচুর আলো-বাতাস। বুদ্ধি করে যেখানে দাঁড়িয়ে রান্না করতে হয় ঠিক সেইখানে মাথায় বাতাস লাগে এমন করে একটা ছোট পাখা লাগিয়েছেন। তাতে বাতাস চুলাকে একটুও স্পর্শ করে না।
তোমার জীবনের বেশির ভাগ সময় তো
রান্নাঘরেই কেটেছে। বাকিটাও..............
Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.805186855716892 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.