Life story -- 11th February 2025

in #story11 days ago

ঘরে ঢুকতেই মা আমাকে অনেক বকাঝকা করলেন। কাজের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ছেড়েছি। আধাঘণ্টা পরে বের হলাম। এখানে এসে বিছানায় যাও। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম।
কিছুক্ষণের আশায় নীলার বাসায় পৌঁছে গেলাম।
উপর থেকে চিৎকার করে উঠল মুরাদ। আমি উপরে তাকিয়ে নিলাকে দেখলাম। আমি দেখে বললাম।
আমিঃ কি হয়েছে বলুন তো?

image.png

নিলাঃ তুমি দাঁড়াও আমি আসছি।
আমিঃ ঠিক আছে
কিছুক্ষন পর নীলা কাপড় পরে এসে বললো।
নিলা: চলো।
আমিঃ কোথায়?

image.png

নিলা: বেড়াতে যাও।
আমি: দুঃখিত। আমার মা যে আমাকে গত রাতে দেরি করার জন্য বকাঝকা করেছিলেন তিনি এক সপ্তাহের জন্য খেলা বন্ধ করে দিয়েছিলেন।