নীল গগনের মায়া - পর্ব ১৩ (সিরিজ গল্প: ০১)
"নীল গগনের মায়া" - পর্ব ১৩
গত পর্বের পর...
রাফির মনে পড়ে গেল, সেই দুটো চোখ আর অস্পষ্ট মুখ। ভাবতে ভাবতে যেন আনমনা হয়ে গেল রাফি। মা হঠাৎ ধাক্কা দিয়ে বলে উঠলো,
- কিরে? কোথায় তাকিয়ে আছিস?
হঠাৎ যেন রাফির ঘোর কাটলো। রাফি বলল, - ওহ, চলো ভেতরে যাই।
দুইজন ভেতরে ঢুকলো, একজন মহিলা তাদের দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করল, রাফির মা জানালো সে নাকি তার মামী হয়। রাফি সালাম দিলো। ওদেরকে নিয়ে গিয়ে বসতে দিল। রাফি কেমন যেন পড়ে আছে ওই চিন্তা
তেই।
একটু পরে রাফির মা বলল,
- চল তোর নানাকে দেখে আসি, পাশের ঘরে। যিনি অসুস্থ বলেছিলাম তোকে।
তারপর ওরা পাশের একটি ঘরে ঢুকলো। সেখানে একজন বয়স্ক, দাড়িওয়ালা বেশ ফর্সা একজন লোক খাটে শুয়ে আছেন। রাফি ঘরে ঢুকেই সালাম জানালো। ঘরের মধ্যে কয়েকজন আগে থেকেই রয়েছে।
রাফির মা লোকটির মাথার কাছে একটি টুলে গিয়ে বসলো। শুয়ে থাকা বয়স্ক লোকটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল,
- চাচা কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন??
চলবে...