সরিষা ফুলের গল্প - ছোট গল্প - পর্ব ১

in #story23 hours ago

গ্রামের ছোট্ট মেয়ে রিমা। সরিষা ফুল রিমার অনেক পছন্দের। রিমার বাবা একজন কৃষক। রিমা প্রাইস সাইকেলের চড়ে তার বাবার সাথে বাবার ক্ষেতে যায়। গ্রামে শীত পড়েছে। রিমার বাবা তার একটি ছোট্ট ক্ষেতে বেশ কিছু শীতকালীন সবজি চাষ করেছে। রিমা প্রায় প্রতিদিনই তার বাবার সাথে সকালে ওই ক্ষেতে যায়।বাবার সাথে বসে সবজিগুলোর পরিচর্যা করে। আজকে ওই খেতে বাবা ধনিয়া পাতার বীজ ছেটাবে। বীজ থেকে ধনিয়া পাতা গজাবে।

20250104_114207.jpg

রিমার বাবা বসে বসে বীজগুলো বাঁছতে লাগলো। যাতে ব্রিজের মধ্যে কোন ময়লা আবর্জনা বা অন্য কোন জাতের সংমিশ্রণ না থাকে। ধনিয়া পাতা বীজের মধ্যে সরিষা বীজ দেখা গেল বেশ কিছু। রিমার বাবা বেশ কিছু পরিষ্কার করল। তারপরও ছোট ছোট বীজ অনেকগুলো রয়ে গেল। রিমা ঐ বেছে রাখা সরিষা বীজগুলো নিজের কাছে নিয়ে রাখল। রিমার বাবা ওই ধনিয়া বীজগুলোই ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর দুইজন বাড়িতে চলে আসলো। টিমা বাড়িতে এসে সরিষার বীজগুলো যত্ন করে একটি ছোট্ট পাত্রে রাখল। রিমা মনে মনে ভাবল এগুলো সে তার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গায় রোপন করবে। কারণ তার সরিষার ফুল অনেক ভালো লাগে। ওই সরিষা বীজগুলো যত্ন করে রেখে সে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ

স্কুল থেকে ফিরে সবার আগে সে ওই বীজগুলোর গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বীজগুলো নিয়ে এসে বাড়ির পাশে ওই খালি জায়গায় চলে গেল। রিমা বেশ কিছুক্ষণ ওর ছোট কোদাল দিয়ে জায়গাটি খনন করল। ছোট্ট মেয়ের মনে এই অল্প কিছু বীজ নিয়ে কত স্বপ্ন। অল্প কিছু জায়গা খনন করে সেখানে পানি দিয়ে কাদা করে নিল। সে বাবার সাথে মাঠে গিয়ে দেখেছে কিভাবে বীজ রোপন করতে হয়। সঠিক সেভাবেই খুব যত্ন করে সরিষার বীজগুলো ছিটিয়ে রোপন করল। আর মনে মনে স্বপ্ন দেখতে থাকলো এগুলো কবে বড় হবে আর সুন্দর হলুদ ফুল দিবে। যেই ফুলগুলো দেখে ওর মনটা আনন্দে ভরে যাবে।

চলবে...