বাংলাদেশের কিছু মেধাবী স্টুডেন্ট এর কাহিনী
বাংলাদেশের
কিছু (মেধাবী 😁😁) স্টুডেন্ট এর
কাহিনী 😁😁😁 তুলে ধরা হলো
,,কিভাবে তারা সাকছেস হয়
আনুন দেখে আসি 😋& তাথেকে আমরা শিক্ষা গ্রহন করি 😋😋😋
:
:
:
:
পরীক্ষার ২০ দিন আগে :😊
- ও আচ্ছা পরীক্ষা! ২০ দিন = ৪৮০ ঘন্টা। ব্যপার না। পরীক্ষা ফাটিয়ে দিবো। আরো কয়দিন যাক। ১০ দিন পূ্র্বে :
- ও আচ্ছা পরীক্ষা! ১০ দিন = ২৪০ ঘন্টা! ব্যপার না।😬😬 অত্যান্ত ভালো না হলেও মোটামুটি ভালো হবে।আরো কয়দিন পরে স্টার্ট করবো পড়া। ২ দিন পূর্বে :
- ও আচ্ছা! পরীক্ষা! ২ দিন সমান ৪৮ ঘন্টা। ৪৮ ঘন্টা সমান ২৮৮০ মিনিট। অনেক মিনিট সময় আছে। হয়ে যাবে।
পরীক্ষার আগের রাত :😡😡
৮ ঘন্টা সমান ৪৮০ মিনিট। ফেসবুকে স্ট্যাটাস দিয়া লই। পইড়া আজকে সব শ্যাষ কইরা ফেলমু। পাশ কে ঠেকাবে! স্ট্যাটাস দিয়া বের হওয়ার পথে কমলা সুন্দরীর আটা ময়দা মাখা সেল্পী। 😱😱😱একটু গেজানো দর্কার।
কমেন্ট - ওয়াও! লুকিং অসাম!😭😭 সিরিয়াসলি আমি মুগ্ধ। একটু ইনবক্সে আসবা? রিপলাই - শিউর।
ইনবক্স :😲 - রূপের রহস্য কী সুন্দরী?
- হিহিহি! সবই আল্লাহর দান।
- তাই! আমি জাস্ট মুগ্ধ। কি করা হচ্ছে? - দাদির সাথে বসে সিরিয়াল দেখছি। - ওয়াও! কোন সিরিয়াল?
- অগ্নি পরীক্ষা👹👹! তুমি কি করো? - ওরে বাল!!!! কাল না আমার পরীক্ষা!!! পরীক্ষার ৩ ঘন্টা পূর্বে :
৩ ঘন্টায় পইড়া কিছু করা অসম্ভব। আল্লাহ্ ভরসা। পাশের সিটের বন্ধুটা ব্রিলিয়ান্ট আছে। পাশ তো কোন রকমে হবেই। ৩ ঘন্টা সমান ১ টা মুভি। মুভিটাই দেখি।
পরীক্ষার পর ফেসবুক স্ট্যাটাস : ইয়া আল্লাহ্! আমার সাথেই কেন😦😦 এমন হয়! আর কাউকে কি চোখে পড়ে না!!! কেন আজ আমি ফেলু!😭😭😭😭😭😭😭😭😭😭😭
বানীতে :-নাহিদ কাক্কু
এই হলো অবস্তা 😥
তাইলে এমন ছাত্র/ ছাত্রী
পরিক্ষায় কিভাবে
কৃতকার্য হবে???? 😅😅😅
তাই সময়ের মূল্য দিতে
শিখুন কাজে লাগবে
.
.
.
Image: pixabay