কাছের দূরের মানুষ গল্প পাঠ ৪

in #story3 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।

Polish_20240706_054123387.jpg

সানজিদা এর ডাক শুনে পেছনে তাকাতেই আবির বরফের মতো জমে যায়। সানজিদা কে শেষ যখন দেখেছিল তার থেকে অবেকগুন বেশি মায়াবতি হয়েছে সে।

হরিণের মতো টানা টানা চোখ। লম্বা ঘন চুল। সাদা ফস্যা, আর তার সাথে সেই ঘায়েল করা হাসি। আই হাই পোলাই তো গেছে গা ফিদা হইয়া

এইদিকে আবির হা করে তাকিয়ে আছে। ওপর দিকে সানজিদা বলছে কেমন আছেন পিচ্চি ভাই আমার। ব্যাস আবিরের মন তো শেষ। ভালোবাসার মানুষ যখন ভাইয়া ডাকে রে কলিজাডা ফাইটা যায়। আবিরের অবস্থা ও একই।

এতো সময় যত রোমান্টিকতা ছিল সব উধাও হয়ে গিয়েছে আবিরের। তাও সে তার ভালোবাসার মানুষকে এতদিন ওর দেখছে।তার মনের মধ্যে আলাদা সান্তি কাজ করছে। সানজিদা এবং বাকি সবার সাথে ভাব বিনিময় করে সে তার রুমে যায়। অনেক ক্লান্ত আবির,তাই সে ঘুমিয়ে পড়ে।

বিকাল বেলা বিদ্দমান কে যানি দরজা ধাক্কা দিচ্ছে, আবির ঘুম থেকে উঠে, দরজা খুলে সে দেখে তার মামি বাড়ির এক বড় ভাই দাঁড়িয়ে আছে। নাম তার সাজিম। এক কথাই বলতে গেলে আবির এই বানদাকে দুই চোখে দেখতে পারে না। সাজিম হলো প্লেবয় টাইপের, অনেকের সাথে তার প্রেম। আরো কত কি করছে, তাই আবির সাজিমকে যত পারে এরিয়ে চলে। কিন্তু সাজিমের হঠাৎ আবিরের কাছে আসার কারণ কি হতে পারে

সমাপ্তি। পরের পাঠ আসবে তারাতাড়ি।