কাছের দূরের মানুষ গল্প ২য় পাঠ

in #story3 months ago

আসসালামু আলাইকুম। গল্পটা ভালো লাগলে বলবেন

Polish_20240706_054123387.jpg

পিটি শেষ করে স্যারের বকা শুনে শেষ পযন্ত আবির সফলভাবে ক্লাসে এসে বসলো। অন্যান্য সবাই যখন বকা খাওয়ার পরে রেগে যায়, সেও তেমনি স্যারের খিস্তি করতে লাগলো বসে বসে।

ক্লাস চলছে, মিস পড়া বোঝাতে থাকে, সেদিকে আবিরের কোন খেয়াল নেই। তার মন তো পড়ে আছে তার বউয়ের কাছে

সানজিদা কে সে তার বউ বানিয়ে নিয়েছে এখনি এবং তার বন্ধুদের সবাইকে বলেছে ভাবি ডাকতে। পোলার কি আশা😁

[ যাই হোক আপনারা কেউ আবার সানজিদা কে বলেন না যেনো এই কথা ]

[ একটা কথা বলে রাখি সানজিদা কিন্তু আবিরের থেকে ২ বছরের বড়ো ]

আবিরের এখনো মনে আছে ছোট বেলা তে সানজিদা আপুকে একবার বলেছিল, ভালোবাসি তোমাকে বউ আপু। ওরে ভাই রে ভাই সে কি দৌড়ানি টাই না দিছিলো তাকে।

লাঠি নিয়ে পুরো বাড়ি তারা করছিলে তাকে। ১০ মিনিট মতো দৌড়ে সানজিদা হাফিয়ে যায়, বসে পড়ে সে উঠানে। তখনই আবির তার কাছে যায়, সরি বলার ভান করে মুখটা কাছে নিয়ে সানজিদার মুখে চুমু দিয়ে দেয়। তারপর তারে পাই কে, এক দৌড়ে অন্য এলাকায়😁। এমনিভাবে সানজিদা আবিরকে পাইলে যেনো গিলে খাবে।

আজকের মতো এতটুকুই। শীঘ্রই পরের পাঠ আসবে।