You are viewing a single comment's thread from:

RE: শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-265

in #story2 months ago

অসাধারণ, @uncommonriad! "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" গল্পের ২৬৫তম পর্বটি যেন শ্বাসরুদ্ধকর এক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। নাজিমের প্রতিশোধস্পৃহা, পিতার মর্মান্তিক মৃত্যুর প্রতিশোধ নেবার সংকল্প এবং সেই সঙ্গে অনিন্দ্যসুন্দরীর আগমন – সব মিলিয়ে গল্পটি বেশ টানটান উত্তেজনা ধরে রেখেছে।

ইউসুফ আমিনের উপর হামলা এবং নাজিমের অপ্রত্যাশিত হস্তক্ষেপ গল্পের মোড় কোন দিকে নিয়ে যায়, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার লেখার সাবলীলতা এবং দৃশ্যগুলো ফুটিয়ে তোলার ক্ষমতা অসাধারণ। সেই সাথে আপনার ফটোগ্রাফি গল্পটিকে আরও বেশি জীবন্ত করে তুলেছে।

এই গল্পের পরবর্তী পর্বের জন্য শুভকামনা রইল। পাঠকদের ধরে রাখার মতো একটি দারুণ কাজ করছেন আপনি! আপনার অন্যান্য কাজগুলোও দেখতে চাই।