সাফল্যের রহস্য

in #story2 years ago (edited)

একবার এক যুবক সক্রেটিসকে জিজ্ঞেস করেছিল সাফল্যের রহস্য কী?

সক্রেটিস ছেলেটিকে বললেন, তুমি কাল নদীর ধারে আমার সাথে দেখা করবে। তারা দেখা করেছে। তারপর সক্রেটিস যুবককে তার সাথে নদীর দিকে যেতে বললেন। আর সামনে এগোতে গিয়ে যখন পানি গলা পর্যন্ত পৌঁছে গেল, তখন হঠাৎ সক্রেটিস ছেলেটিকে মাথা চেপে ধরে ডুবিয়ে দিলেন। ছেলেটি বের হওয়ার জন্য লড়াই করেছিল, কিন্তু সক্রেটিস শক্তিশালী ছিলেন এবং নীল না হওয়া পর্যন্ত তাকে ডুবিয়ে রেখেছিলেন। তারপর সক্রেটিস পানি থেকে তার মাথা বের করলেন এবং ছেলেটি বের হওয়ার সাথে সাথেই প্রথম যে কাজটি করল তা হল প্রচন্ড শ্বাস নেওয়া।

1676223226950.jpg

Sort:  
Loading...