"আমার বাংলা ব্লগ" সেদিনের বইমেলা ( প্রথমপর্ব )steemCreated with Sketch.

in #story4 years ago

সময় তখন তিনটে বেজে 55 মিনিট আমিও আমার বন্ধু টিউশন পড়ার পর বইমেলার উদ্দেশ্যে রওনা করলাম বাড়ি থেকে সেখানে যেতে হলে সাড়ে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যাই হোক আমরা সেই পথ গল্প করতে করতে অতিক্রম করলাম এবং অবশেষে মেলায় গিয়ে পৌছালাম। মেলাটি সংঘটিত হয়েছিল কলকাতা ইউনিভারর্সিটির অন্তর্গত ভাঙ্গড় মহাবিদ্যালয়ে। বিদ্যালয় প্রবেশ করার পর দেখা গেল সারি সারি বইয়ের দোকান সেখানে ক্লাসের বইয়ের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য বই পাওয়া যাচ্ছে, কোথাও আবার খাবারের দোকান বসেছে আবার কোথাও মোবাইল ফোনের স্ক্রিন, কভার এবং আরো অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু প্রথম দিকে আমাদের দৃষ্টি সেই দিকে ছিল না আমাদের দৃষ্টি ছিল স্টেজের দিকে যেখানে বিভিন্ন নাচের স্কুলের ছাত্রছাত্রীরা নাচ-গান করছে তাদের নাচের পারফরম্যেন্স ভালো না হলেও সেখানে চলতে থাকা গানগুলি শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই সেই দিকে তাকিয়েছিলাম
মিনিট পাঁচেক পর আর ভাল লাগলোনা শুরু করলাম প্রধান কাজ, আর আমাদের প্রধান কাজটি হলো দামাদামি করা, হ্যাঁ বই তো কিনতে গিয়েছিলাম কিন্তু সেটা একটা বই, শুরু করলাম দামাদামি বইয়ের দাম জিজ্ঞাসা করে বইগুলি হাতে নিয়ে পড়তে শুরু করলাম এমনভাবে 15 থেকে 16 টি বই পড়লাম কিন্তু একটাও নিলাম না যেহেতু আমাদের যে বইয়ের দরকার ছিল তার নাম লিখে নিয়ে গিয়েছিলাম।