Eid al-Azhar wishes everyone Eid Mubarak
কোরবানীর ইতিহাস আল কোরআনে আল্লাহ বলেন।
ইব্রাহিম (আঃ) বললো,'হে আমার প্রিয় বৎস!আমি স্বপ্নে দেখলাম,তোমাকে আমি যবেহ্ করছি,এখন তোমার মতামত বল।'সে বললো,'হে আমার পিতা! আপনাকে যা' হুকুম করা হয়েছে আপনি তাই করুন।ইনশা-আল্লাহ্ আপনি আমাকে ছবরকারী হিসাবে পাবেন।
"যখন ওরা দুইজনই আমার আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শোয়ালো,তখন আমি তাকে ডেকে বললাম, 'হে ইব্রাহিম! তুমি স্বপ্নাদেশ সত্যি সত্যি পালন করেছো! '-এইভাবেই আমি নেককারদেরকে পুরষ্কৃত করে থাকি।নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক বড় কোরবানীর জন্তুর বিনিময়ে। বিষয়টি আমি পরবর্তীদের স্মরণে রেখেছি।ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক।এইভাবে আমি নেককারদেরকে পুরষ্কৃত করে থাকি।সে ছিল আমার মু'মিন বান্দাদের অন্যতম।"
(সূরা ছাফফাত-১০২-১১১)
The force is with you! You got a 33.33% upvote from @steemyoda courtesy of @delowar4181!