কবিতা "মাথার ঘোল" লিখেছেন মহিউদ্দিন মাস্টার

in #steemit5 months ago (edited)

মাথার ঘোল
মহিউদ্দিন মাস্টার
বোরহানউদ্দিন, ভোলা, বাংলাদেশ ।

IMG_20231108_135301.jpg

মাথা আমার মন্দ নয় পড়তে পারি বাংলা।
দা খন্তা কুড়াল পেলে কাটতে পারি জংলা।।

ইংরেজিটা পেচিগুছি পড়তে পারি কম।
অংকটা দেখলে আমার বন্ধ হয় দম।।

ধর্মটা ভারী সহজ পড়ি সকাল সন্ধ্যা।
বিজ্ঞানের প্রশ্ন দেখলে চোখে লাগে ধান্দা।।

সমাজেতে চৌষট্টি জেলা কিতাব খুলে পাই।
প্রাইমারিতে পড়তে গিয়ে এসব তথ্য পাই।।

সামনে টুলে নাহি বসি বসি পেছন টুলে।
A B C D লিখতে গেলে অংকটা যায় ভুলে।।