একজন মায়ের বাঁচার আকুতি
বিনা চিকিৎসায় ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগুচ্ছেন মেহেরভান! কিন্তু তারপরও প্রতিবন্ধী অবুঝ ছেলের জন্য বাঁচতে চান তিনি! তিনি অঝোরে কেঁদে এ প্রতিবেদককে বলেন, মুই মরলে মোর পাগলা ছওয়াটাও মোক না দেখিয়া মরি যাবে!! মোক তোমরা বাঁচান। মেহেরভানের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বানিয়ারভিটা গ্রামে। তিনি জরায়ু বাইয়ে বের হওয়া (ইউট্রাসের) সমস্যা ও এপেন্ডিসের অসুখে ভুগছেন। গত ৪ বছর আগে নিজের পালন করা হাঁস, মুরগি বিক্রি করে একবার ডাক্তার দেখালে ডাক্তার তাকে দ্রুত অপারেশন করতে বলেন। আর অপারেশনে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা লাগবে বলে জানায়। কিন্তু মেহেরভানের সামর্থ না থাকায় ও স্বামী হানিফ আলি তার খোঁজ না রাখায় তিনি অপারেশন করাতে পারেন না। সে অপারেশন করাবেই বা কিভাবে?? তাকে তো একবেলা খেয়ে আর এক বেলা না খেয়ে থাকতে হয়। তাই অসহ্য যন্ত্রনা সহ্য করেও ৪ বছর থাকার পর এখন সহ্য করতে পারছে না দুঃসহ সে যন্ত্রনা আর ব্যাথা । এ প্রতিবেদক নিজ উদ্দ্যোগে ডাক্তার দেখানোর পর ডাক্তার জানান ইউট্রাসে ক্যান্সারের অবস্থায় চলে গেছে। এছাড়া এপেন্ডিসের সমস্যাও গুরুত্বর। তাই অতি দ্রুত অপারেশনের পরামর্শ দেন তিনি।
মেহেরভানের অপারেশনে জন্য সমাজের হৃদয়বান ও বৃত্তবান মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাঁচবে একটি মায়ের প্রাণ, সাথে বাঁচবে একটি অবুঝ শিশুর জীবন।
মেহেরভানের পাশে দাঁড়াতে তার ব্যাক্তিগত হিসাব নংঃ ২৬২.১৫১.৩৪৩২৬ হিসাবের নামঃ মেহেরবান বেগম- ডাচ বাংলা ব্যাংক লিঃ কুড়িগ্রাম শাখা, কুড়িগ্রাম।
আরও তথ্যের জন্য আমাদের নিজস্ব প্রতিবেদক ফয়সাল শামীম- ০১৭১৩২০০০৯১