Sheikh Mujibur Rahman : the founder of Bangladesh

in #steemit6 years ago

বাংলাদেশ আর শেখ মুজিব –নাম দুটো সমার্থক কিনা জানিনা ,কিন্তু দুটো যে আলাদা নয় তা বোঝার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই । মাওসেতুং চীন প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ লক্ষ মানুষ মেরে কিন্তু শেখ মুজিব তা করেননি । আর তাই শেখ মুজিব বাংলাদেশের নন , বিশ্বজনীন নেতা ।
না, আমি দেখিনি এই মহানকে। বেশি কিছু জানিওনা । এখনকার ইতিহাস বইগুলি বেশ বিকৃত । এখানে সরকার বদলের সাথে সাথে ইতিহাসও বদলায় (নইলে “দেয়াল”নিষদ্ধ হতোনা ) আর আদর্শ বদলায় হতে একজোট !
Bangabandhu-Sheikh-Mujib-bg20170317091159.jpg
source
যত মহান নেতাই হোন , মানুষতো ! তাই কিছু ভুল সবারই থেকে যায় । নইলে গান্ধী –মুজিব –ভুট্টোদের ঠিক আত্মায়ীর হাতে মরতে হতোনা ।
ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবা যখন আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার ছোড়ছিলো তখন কিউবার হাতেও বেশি কিছু ছিলোনা । অন্তত যুক্তরাষ্ট্রের তোলনায় তো নয়ই ! এক ফিদেল কাস্ত্রোই কিউবাকে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে রেখেছিলেন একনাগাড়ে ৫৫টি বছর ।
ইকোয়েডোরের নাম শুনেছেন ? তাহলে নিশ্চই জানেন এই দেশটা জুলিয়ান এসাঞ্জকে খোদ ব্রিটেনে তাদেরই নাকের ডগায় কিভাবে বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে । ব্রিটেন –আমেরিকা-সুইজারল্যান্ড সবাই মিলেও এসাঞ্জের টিকিটি ছোঁতে পারেনি ।
ভারত –পাকিস্তান-মিয়ানমার মিলে ছোঁতে পারবেনা বাংলাদেশকেও , কারন মুজিব- জিয়ারা হয়তো শহীদ হোন কিন্তু তৈরি করে দিয়ে যান লক্ষ লক্ষ জিয়া মুজিব ।

Sort:  

As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!