গ্রামবাংলার কয়েকটি ফটোগ্রাফি।।২১ ডিসেম্বর ২০২২

in #steemit2 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা আমি আজকে গ্রাম বাংলার কয়েকটি অপূর্ব দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।গ্রাম বাংলার সবকিছুই সতেজ ও অকৃত্রিম।এখানে
কোনো মেকি জিনিস নেই।গ্রামে রয়েছে অফুরন্ত অক্সিজেন আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ।আসুন বন্ধুরা কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নি।

আমি আজকে যে অঞ্চলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি সেই অঞ্চলটি মূলত বে প্রাধান্য এলাকা।এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়।সব রকমের মাছ চাষ হয়ে থাকে এই বেড়ি তে।আমরা মাঝে মাঝে খুব ভোরে এই এলাকায় যাই মাছ কিনতে।সত্যি বেশ কম দামে এখানে তাজা ও বড় বড় মাছ পাওয়া যায়।একটু পরিমাণে বেশি মাছ কিনতে পারলে এখান থেকে মাছ কেনা বেশ লাভজনক।

image.png

image.png

image.png

image.png

image.png