Steemit Memory Game.(#1)
গেম খেলতে আমরা অনেকেই ভালোবাসি তবে যদি এমন গেম হয় যেগুলোকে আমাদের ব্রেন সাফ করে এবং খুব ভালো সেমাই পার করতে পারি এই গেমটি খেলার মধ্য দিয়ে।
আমি আজ প্রথমে লগইন করছি তবে খুব সহজেই এটি লগইন করা যায় প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে এই গেমটি সার্চ করলে অথবা এই প্লাটফর্মের আর্টিকেলের নিচে গেমটির লিংক দেওয়া আছে সেখান থেকেও জয়েন করতে পারবেন আমি আর্টিকেলটি নিচে দিয়ে দেব।
যাইহোক অনেকদিন পর আপনাদের মাঝে গেম খেলার মধ্যে দিয়ে আমার আর্টিকেলটি উপস্থাপনা করছে হয়তোবা নতুন এই গেম খেলছি কিছুটা ভুলত্রুটি থাকতে পারে তবে আমি অল্প সময়ের ভিতরে এই মেমোরি গেমটি সমাধান করতে পারছি আমি ধীরে ধীরে প্রতিদিন ই খেলব এবং আপনাদের মাঝে উপস্থাপনা করব।
এক মিনিট ৪০ সেকেন্ডে আমি দশটি কাড মিলাতে পেরেছি।😋😋
যাইহোক গেম খেলার সময় প্রতিটি স্ক্রিনশট আমার ফোনের সামনে থেকে নেওয়া হয়েছে আপনারা চাইলে এই গেমটি খেলতে পারেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Thank you for sharing quality content!
Did you hear about Team Alliance Games?
Want to get your post curated? Check our guidelines here.
Curated by: @girolamomarotta
@girolamomarotta sir, Thank you so much for supporting me 💓