দৈত্যাকার বন্ধু 🤝

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার বন্ধুরা,

মাঝে যখন বাড়ি গিয়েছিলাম সেই সময়ে বিকেল হলে বেরিয়ে পড়তাম মাঠের উদ্দেশ্যে। বসন্তের শেষ লগ্নে উত্তরবঙ্গে সবুজের শেষ রেখা ধরে রেখেছিল, সেই সাথে চলতো শীতল হাওয়া। প্রাণ জুড়িয়ে দেওয়া হাওয়া। অনেকে এবার শীতকালীন ধান লাগিয়েছে তাই গ্রীষ্মেও কিছুটা সবুজ দেখা যাবে। আর মাঠে বাকি ছিল পাকা সরষে এবং গম। যারা সর্ষে ও গম লাগিয়েছিলেন তাদের ফসল ঘরে তোলার সময় চলে এসেছে। একদিন বিকেলের মাঠে বসে বসন্তের শীতল হাওয়া গায়ে লাগিয়ে গান উপভোগ করছি। আর বসন্তে মাটির সোঁদা গন্ধ শুঁকছি, সেটাও এক অন্যরকমের অনুভূতি। সুন্দর হাওয়া খাচ্ছিলাম সেই সময়ে হঠাৎ দেখি দূরে গর্জন করে এক মেশিন মাঠ চিরে ছুটে আসছে। দৈত্যাকার মেশিনটি কাছে এলে বুঝলাম হারভেস্টর। পাশের বাড়ির এক ভাইপোদের সর্ষে কাটা হবে, তার প্রস্তুতি চলছে।

1000111022.jpg

দৈত্যাকার মেশিন গুলি কাছাকাছি দেখলেও কখন মাঠে কর্মরত দেখিনি। তাই কাজের নিপুণতা দেখতে গুটি গুটি চলে গেলাম সরষে ক্ষেতে। যদিও আমি পৌঁছনোর আগে সেটি সর্ষে ক্ষেতে ভনভন করে ঘোরা শুরু করে দিয়েছে। দৈত্যের মতো চেহারা হলেও ছোট ছোট সর্ষে গাছ গুলো সন্তর্পনে কাটছে। নিমেষের মধ্যে বিঘের পর বিঘে জমি ফসল কাটা শেষ হতে দেখতে থাকলাম। দূর থেকে এভাবে কাটা দেখেছি কিন্তু কাহ থেকে দেখবার অভিজ্ঞতা ভিন্ন ধরনের।

1000111020.jpg

1000111021.jpg

দাঁড়িয়ে শুধু অবাক হয়ে দেখতে থাকলাম, এত বড়ো মেশিন অথচ কি সুচারুরূপে জমির প্রায় ৯৮ ভাগ সর্ষে নিপুণভাবে কেটে সাফ করে দিচ্ছে। বেশ খানিকক্ষণ ভনভন করে চলার পরে সর্ষে ক্ষেত অর্ধেক ফাঁকা হয়ে গেলো। তারপর হারভেস্টর মেশিন এক জায়গায় দাঁড় করিয়ে ট্রাক্টারে কাটা সরষে ঢেলে ফের চলতে শুরু করল। আধুনিক প্রযুক্তি কার্যকলাপ দেখতে দেখতে কখন যে সন্ধ্যে নেমে গেলো। তখন আলো জ্বালিয়ে গাড়ি চলল, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মাঠের মধ্যে চর্কি পাক খাচ্ছে।

1000111023.jpg

1000111024.jpg

আরো পনেরো মিনিট চলার পর দৈত্য যখন থামলো ততক্ষণে সরষের জমি পুরোপুরি ফাঁকা। বাকি শুধু সরষে ঢালার পালা। হারভেস্টরের পাশে ট্রাক্টর দাঁড়ালো, শস্য নিমেষে ফাঁকা হলো। চার মাসের পরিশ্রম।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 16 days ago 

বর্তমানে এই ধরনের মেশিনগুলি আবিষ্কার হওয়ায় চাষবাসে অনেক সুবিধা হয়ে গেছে। আপনার পোস্ট থেকে একটি নতুন মেশিনের সম্বন্ধে জানতে পারলাম যা বিভিন্নভাবে ফসল কাটতে সাহায্য করে। বর্তমানে মানুষের মেশিন নির্ভর জীবনে বিভিন্ন ধরনের এমন মেশিনারি দেখা যায় যে সম্বন্ধে হয়তো আমাদের কোন জ্ঞান নেই।

 15 days ago 

এই মেশিনগুলোতে ধান কাটা হয় জানি দেখেওছি কিন্তু সরষে বা অন্যান্য ফসল কাটা হয় বলে ধারণা ছিল না। তবে বেশ ভালো। বর্তমানে কিছু সরকারি প্রকল্পের কারণে মজুরের দাম অনেক বেশি। সাথে তারা ঠিক মতো কাজও করে না৷ ফলে সাধারণ চাষিদের খুবই অসুবিধে হয়ে যায়৷ এই হারভেস্টর মেশিন আসার ফলে যেমন খরচ কমেছে তেমনি সময়ও অনেক বেঁচে যায়৷