এই মেশিনগুলোতে ধান কাটা হয় জানি দেখেওছি কিন্তু সরষে বা অন্যান্য ফসল কাটা হয় বলে ধারণা ছিল না। তবে বেশ ভালো। বর্তমানে কিছু সরকারি প্রকল্পের কারণে মজুরের দাম অনেক বেশি। সাথে তারা ঠিক মতো কাজও করে না৷ ফলে সাধারণ চাষিদের খুবই অসুবিধে হয়ে যায়৷ এই হারভেস্টর মেশিন আসার ফলে যেমন খরচ কমেছে তেমনি সময়ও অনেক বেঁচে যায়৷