আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা
গত সোমবার আমি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখেছিলাম। তখন আনুমানিক বিকাল ৪ ঘটিকা। এটা আমাদের বিদ্যালয়ের সামনে ঘটেছিল। সেখানে একটি মোড় রয়েছে।আমরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলাম।আমরা রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলাম। রাস্তাটা তখন খুব ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ ছিল। পূর্বদিক থেকে আমি একটি ট্রাক আসতে দেখলাম। একটি মানুষ ও তখন রাস্তা পার হচ্ছিল। মোড় পার হবার সময় ট্রাকটি দ্রুত আসছিল। ট্রাকটি ভালো করে দেখার আগে সে তার চাপা পড়ল। আমি ঘটনাস্থলে পৌঁছালাম কিন্তু হায়! আমরা মানুষটিকে গুরতর আহত দেখলাম। আরো কিছু পথিক তাকে সাহায্য করার জন্য এসেছিল। আমরা তাকে কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে গেলাম। দুর্ঘটনা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। যাহোক, কতৃপক্ষের সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত।