২৭ Steem পাওয়ার আপ

in #steem2 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার মধ্যে আপনারা সকলেই অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজ আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি পাওয়ার আপ পোস্ট করবো। আমি প্রতি সপ্তাহে একবার হলেও পাওয়ার আপ পোস্ট করার চেষ্টা করি। এতে আমার একাউন্টের পাওয়ারও বৃদ্ধি পায় এবং আমি মনে করি নতুনরা আমার এই পোস্ট দেখে পাওয়ার আপ করায় আগ্রহী হয়ে উঠবে।

আমরা প্রায় সকলেই জানি এই প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপের ভূমিকা কতখানি। আমাদের একাউন্টে পাওয়ার না থাকলে আমরা কখনোই এই প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে পারবো না। এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করার জন্য আমাদের অবশ্যই পাওয়ার আপ করতে হবে।

আজ আপনাদের মাঝে পাওয়ার আপ নিয়ে নতুন একটি বিষয় উপস্থাপন করব। হয়তো এই বিষয়টা অনেকের কাছেই চেনা মনে হতে পারে। আসলে লক্ষ্য ছাড়া কখনোই কোন কিছুতে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আমরা পাওয়ার আপ করাতেও লক্ষ নির্ধারণ করতে পারি।

আমরা কয়েক মাস হাতে নিয়ে একটি লক্ষ নির্ধারণ করতে পারি, যেমন আমি সেপ্টেম্বর অব্দি আমার লক্ষণ নির্ধারণ করেছি। আমি সেপ্টেম্বর মাসের মধ্যেই আমার একাউন্টের পাওয়ার ৫০০০+ রাখতে চাই।

সেই লক্ষ্যকে সামনে রেখে আমি রোজ পাওয়ার আপ করছি। আশা করছি সেপ্টেম্বর মাসের আগেই আমার অ্যাকাউন্টের পাওয়ার ৫০০০+ হয়ে যাবে। আমরা যদি এভাবেই লক্ষণ নির্ধারণ করে পাওয়ার আপ করি তাহলে আমরা খুব সহজেই অনেক বেশি পাওয়ার অর্জন করতে পারব বলে আমি মনে করি।

আপনারা চাইলে এভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপ করতে পারেন। পাওয়ার আপ করলে আপনার নিজেরাই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমার পাওয়ার আপ করার ধাপগুলো দেখে আসা যাক।
https://cdn.steemitimages.com/DQmQXPBBKeLUBNMBEQhDPn5EjWE1n7ub873d9bGG87Tpxam/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNufDZhhXoM7VEarysKFzFQ