জুতা রাখার রেক
আমাদের সকলের বাসায় জুতা রাখার রেক দেখতে পাওয়া যায়। জুতা রাখার রেক সাধারণত জুতা রাখার জন্য ব্যবহার করা হয়। আমাদের অনেকের বাড়ির দরজায় অগুছালোভাবে জুতা রাখা হয়। এতে করে দরজার বাহির থেকে দেখতে খারাপ লাগে। শহরের বাড়িগুলোতে সাধারণ জুতা রাখার রেক ব্যবহার করা হয়। জুতা রাখার রেল ব্যবহার করলে জুতা গোছালোভাবে রাখা যায়। এতে করে দরজা চারপাশ অগোছালো দেখা যায় না। অগোছালো কোন জিনিসই ভালো নয়। আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমাদের সকলেরই রেক ব্যবহার করা উচিত। রেক ব্যবহার করলে অনেক উপকার হয়ে থাকে। আমাদের বাড়িতে দুইটি রেক রয়েছে। আমাদের দরজার বাইরে একটি রেক রয়েছে। যেখানে আমরা জুতা রেখেছি। এতে করে আমাদের দরজা চারপাশ গোছালো দেখা যায়। আমাদের বাড়ি অনেক সুন্দর। সুন্দর বাড়িতে সব সময় সুন্দর রাখতে হয়। একটি জুতা রাখার রেকের দাম বেশি একটা হয় না। জুতা রাখার রেক কাঠেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে আবার লোহারও হতে পারে। আপনার ইচ্ছা মত আপনি রেক বানাতে পারেন। বাড়িতে রেক থাকলে বেশি ভালো হয়। আপনাদের জুতা স্যান্ডেল গোছালোভাবে আপনারা রাখতে পারবেন। এতে করে একজনের জুতা আরেক জন পাড়ার কোন ভয় নেই। এতে করে জুতা হারানোর কোন ভয় থাকে না। আমাদের একটি কাঠের রেক আছে আর একটি হল লোহার রেক। কাঠের তৈরির একটি আমরা ঘরের ভেতরে রেখেছি এবং লোহার তৈরি রেকটি আমরা ঘরের বাইরে রেখেছি দরজার পাশে।