গান কভার-: যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারাজনম ধরে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি গান কভার নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজ আপনাদের মাঝে আবারো চলে এলাম একটা গান কভার নিয়ে। যদিও বেশ অনেকদিন পর আপনাদের মাঝে গান কভার নিয়ে এসেছি। গান হলো এক প্রশান্তির উৎস।আগে একটা সময় মন ভালো থাকলেও গান শোনা হতো আবার মন খারাপ থাকলেও। কিন্তু এখন সংসার,বাচ্চা সামলানো, বাকি কাজকর্ম সেরে গান শোনার সময়টাই হয়ে উঠে না।আর গান গাওয়ার সময়টাও পাইনা।মাঝে মাঝে ভাবি হ্যাংআউটে গান করব।কিন্তু ঐ যে ফ্যামিলির কাজকর্ম বা ছেলেকে ঘুম পাড়ানো নিয়ে গান গাওয়া হয়না।গান গাওয়ার জন্য একটা প্রিপারেশন প্রয়োজন সেটাও হয়ে উঠে না।
যাই হোক গত কাল সন্ধ্যাবেলা একটা গান গেয়েছিলাম। আর এই গানটা আমার খুবই পছন্দের গান। রবিবারের আড্ডায় যখন গিয়েছিলাম তখন আমার পছন্দের গানের ক্ষেত্রে এই গানটাই দিয়েছিলাম। অনেকেই গানটা শুনেনি আগে। কিন্তু গানটা অনেক সুন্দর লাগে আমার কাছে। সময় পেলে মাঝে মাঝে এই গানটা শোনা হয়ে থাকে। আর আপনাদের সাথে তো সুযোগ সুবিধামত শেয়ার করে থাকি।আসলে গান গাইলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।গানের মাঝে আছে একরকম নিরবতা,যেটা অশান্ত মনকেও শান্ত করে তোলে।
আজকের এই গানটা গাওয়ার সময়ও খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কারণ আমার ছেলে কিছুক্ষণ তার দাদুর রুমে যায় আবার আমার কাছে আসে।এভাবে করতে করতে গান গাওয়ার সুযোগ পাচ্ছিলাম না।পরে অন্য একটা রুমে আমি চলে গেলাম।সেখানে গিয়ে গান গেয়ে যাচ্ছিলাম।কিন্তু শেষের কলির গান গাওয়ার সময় সে আমাকে খুঁজে বের করে আমার কাছে চলে আসে। আসছে ভালো কথা কিন্তু ডাকতে ডাকতে আসার কারণে আমার গানের মাঝে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিল। তাই তখন সেটা স্কিপ করে ফেলেছিলাম।এরপর আবার গান গাইলাম,হাহাহা।এক কাজ ছেলের কারণে দুবার করতে হয়েছে। বাচ্চা থাকলে এই একটা সমস্যা, সময়ের কাজ সময়ে করা যায় না।
যাইহোক অনেক কথাই বলে ফেললাম।আর কথা না বাড়িয়ে আমার আজকের কভার করা গান শুনে আসুন সবাই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
গানের নামঃ- [যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারা জনম ধরে,,,]
সিংগার
আরেফিন রুমি।
কভারঃ
@bristy1
গান কভার। |
---|
এই ছিল আমার আজকের গানের কভার।ভালো লাগার মত একটি গান এটি।
গানের লিরিক্স । |
---|
মন রাখো পাজরে সীমাহীন আদরে
চোখ রাখো গভীরে ভালোবাসা নজরে ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারা জনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।
চোখেরই জোছনা দিয়ে সরাও যত আধার
ভাসিয়ে দূরের মেঘে নিয়ে যাও ইচ্ছে তোমার
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।
বুকেরই ছাউনি দিয়ে রাখবো মনের ভেতর
যেও না দূরে চলে কাদিয়ে আমায় অঝর ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | গান কভার |
ক্যামেরা.মডেল | M12 |
ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার মিষ্টি কন্ঠে গান শুনে খুব ভালো লাগলো। যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারাজনম ধরে এই গানটি সত্যি খুব অসাধারণ। আপনি খুবই সুন্দর করে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গানটি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গানটি খুবই দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গান পরিবেশন করার জন্য
ধন্যবাদ আপনাকে ভাইয়া,গান গাইতে খুব ভালো লাগে। কিন্তু সময় হয়ে উঠে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
♥♥♥
https://x.com/bristy110/status/1889159274078818330
এতো সুন্দর গান করেন অথচ হ্যাং আউটে আপনার গান শুনিনা কেন আপু৷ এবার থেকে নিয়মিত গান চাই কিন্তু৷ যথেষ্ট সুন্দর ভাবে গেলে পোস্টে শেয়ার করেছেন সকলের সাথে। গান তো সত্যিই জীবনের এক উৎসমুখ৷ আর সেই উৎসকেই লালন করা হল আমাদের দায়িত্ব। এমন সুন্দর ভাবার্থবোধক একটি গান শেয়ার করবার জন্য ধন্যবাদ।
সুযোগ করে উঠতে পারি না ভাইয়া। বৃহস্পতিবার গানের সময়ে ছেলে বেশ বিরক্ত করে। এজন্যই হয়ে ওঠেনা।
আসলেই অনেক দিন পর গান কভার নিয়ে হাজির হয়েছেন আপনি। অনেকদিন পর আপনার কন্ঠ শুনলাম। সবকিছু সামলিয়ে আসলেই এগুলো করাটা একটু কঠিন। যাই হোক আপনি খুব চমৎকার একটা গান কভার করেছেন আজকে। আপনার কন্ঠটা খুবই মিষ্টি। পুরো গানটা শুনে ভালো লাগলো। এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এবার থেকে চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে গান কভার শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু ভালো লাগলো মন্তব্য দেখে ।
আরেফিন রুমির গান আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার পছন্দের একটি শিল্পী আরেফিন রুমি।যাইহোক আপনার কভার করা গানটি শোনা হয়েছে তবে আপনার এতো সুন্দর কণ্ঠে গানটি শুনে আমি তো মুগ্ধ। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আরেফিন রুমির অনেক গান আমার খুব ভালো লাগে। সেগুলো মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করা হবে।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গান গুলো শুনতে বেশ ভালোই লাগে। আপনি খুবই সুন্দর করে পুরো গান টি পরিবেশন করেছেন। আসলে বাংলা গান গুলো শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে।
গান গাইতে তো বেশ ভালোই লাগে। কিন্তু সময় না পেলে আসলে গান গাওয়া হয়ে ওঠে না।
আরে বাহ্, আপনার কন্ঠে আজকে খুবই সুন্দর একটা গান শুনলাম। পুরো গানটা শুনে তো মনটা একেবারে ভালো হয়ে গেল। সুন্দর সুন্দর গানগুলো শুনতে আমি অনেক বেশি পছন্দ করি। এই গানটা কিন্তু আমার অনেক পছন্দের। যার কারণে আপনার খালি গলায় শুনতে ভালো লেগেছে। আসলে বাচ্চারা একটু একটু ডিস্টার্ব করে সবসময়। আর এই জন্যই তো গান গাইতে আপনার অনেক সমস্যা হচ্ছিল। বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে সবশেষে গানটা কভার করতে পেরেছেন দেখে ভালো লাগলো।
জি আপু,নিভৃত অনেক বেশি ডিস্টার্ব করে থাকে। এজন্য এই সময় মত কাজগুলো করা হয়ে ওঠে না।
অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপু শুনে খুবই ভালো লাগলো। আমিও প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগে। আবারও মাঝে মাঝে আপনার মতই হয় একগান দুইবার করে কভার করা লাগে। যাইহোক অনেক সুন্দর একটি গান কভার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
সবার উৎসাহ পেলে গান গাইতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।