You are viewing a single comment's thread from:
RE: গান কভার-: যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারাজনম ধরে।
এতো সুন্দর গান করেন অথচ হ্যাং আউটে আপনার গান শুনিনা কেন আপু৷ এবার থেকে নিয়মিত গান চাই কিন্তু৷ যথেষ্ট সুন্দর ভাবে গেলে পোস্টে শেয়ার করেছেন সকলের সাথে। গান তো সত্যিই জীবনের এক উৎসমুখ৷ আর সেই উৎসকেই লালন করা হল আমাদের দায়িত্ব। এমন সুন্দর ভাবার্থবোধক একটি গান শেয়ার করবার জন্য ধন্যবাদ।
সুযোগ করে উঠতে পারি না ভাইয়া। বৃহস্পতিবার গানের সময়ে ছেলে বেশ বিরক্ত করে। এজন্যই হয়ে ওঠেনা।