সাপsteemCreated with Sketch.

in #snake2 years ago

সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। সাপ আমরা কমবেশি সবাই দেখেছি। আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশের বিভিন্ন বিষাক্ত ও বিষহীন সাপ দেখতে পাওয়া যায়। বিভিন্ন দেশের মানুষ সাপ খেয়ে থাকে। আমাদের দেশেরও মানুষ সাপ খেয়ে থাকে। সাপের মাংসের পুষ্টিগুণ কতটা আমি জানি না। বিদেশের একটি ভিডিওতে দেখেছিলাম কিন্তু প্রায় সাপের রক্ত তারা খায়। আমরা অনেকেই সাপকে ঘৃণা করি তাই আমরা সাপকে খেতে পারি না। হাসার ওসর পানি জাতীয় এলাকায় থাকে। সাপ জলের মধ্যেও থাকে সাবডাঙ্গা ও থাকে। সাপের ডিম সাদা রঙের হয়ে থাকে।


Pixabay