নন্দী মহারাজ
নন্দী মহারাজ , জ্ঞান এর অধিষ্ঠান, জ্ঞানের রূপে দেহের মাঝে বিরাজমান দেবাদিদেব মহাদেব এর বাহক । ওনার চরিত্র নিয়ে কিছুটা আলোচনা করা যাক ।
উনি নানা জাতের কচি ঘাস পাতা , খড় , বিচেলি যা কিছু রুচি বোধক গ্রহণ করেন ভরপেট । অবসরে জাবর কেটে তার নির্জাস গ্রহণ করে নিজের পুষ্টি তুষ্টি সাধন করেন ।
তেমনি আমরা যখন পড়াশোনা করি তখন পুস্তকের জ্ঞান ভেতরে জমা করি মাত্র । পড়াশোনা শেষে দিবসের সমস্ত কর্মময় দিনপাত অন্তে যখন একটু অবসর মেলে , যা একান্তই আপনার অবসর ঠিক তখনি পাঠ্য সমূহ একে একে মনের মধ্যে হাজির হতে থাকে সাথে জীবনের নিয়ত ঘটে যাওয়া নানা ঘটনার নানা প্রশ্নের নানা যুক্তির একপ্রকার চুলচেরা বিচার বিশ্লেষণ , আর তারই নির্যাস সিদ্ধান্ত জ্ঞানরূপে জমা হয়ে জীবনের উৎকর্ষ সাধন করে।