শালিক পাখি
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শালিক পাখি নিয়ে ছোট্ট একটি গল্প বলবো আশা করি আপনাদের ভালো লাগবে
শালিকের কথা বলবো কি আর
একটি পা যে অচল তাহার
উড়ে এসে রোজ বসে উঠোনে
দুপুর হলে গাছ থেকে নেমে
শলিক রে তুই থাকিস আকাশ জুড়ে
হাঠাৎ করেই কি হলো তর জীবনে
আসিস না কেনো খাবার খেতে
আমি তো দেখি না আর তরে
আমাদের বাড়ির চত্বরে
শালিক রে তুই কোথাই গেলি উড়ে
A random, tiny photo of the bird found on the internet.