বিবেকহীন কিছু মানুষ যাদের ভারত চলে যাওয়া উচিত অতি বিলম্বে

in #senselesslast month (edited)

আমাদের দেশের কিছু পা চাটা বাঙ্গালী আছে যারা চাটতে চাটতে মাথা থেকে এখন পা ও চাটা শুরু করছে৷ নিজের বিবেককে বিক্রি করে খাইছে৷ নিজের ইমানকে বিক্রি করে দিছে৷


  • পতাকা ইস্যু নিয়ে দাদা পোষ্ট করছে আপনারা খুবই মহৎ কমেন্ট করছেন দেখলাম।

  • ভারতে বাংলাদেশি দুতাবাস ভেঙ্গে দিলো তখন দাদা কই ছিলো৷ কই তখন তো পোষ্ট করে নাই৷

https://steemit.com/hive-129948/@rme/gvro5

১. যখন বাবরী মসজিদ ভেঙ্গে দিয়ে রাম মন্দির তৈরি করে তখন মুসলিম ভাইদের আপনাদের বিবেক কই থাকে। আপনারা কি মুসলিম? তখন আপনারা প্রতিবাদ করেন না কেন?

২. যখন আমাদের নবীকে নিয়ে ভারতের মানুষ কটুক্তি করে কথা বলে তখন আপনারা কই থাকেন৷ মুসলিম হিসেবে কটুক্তিকারীর গলা কেটে হাতে ধরায় দেওয়া উচিত।

৩. যখন ফেলানীকে গুলি করে মেরে ৭ দিন কাটা তারে ঝুলায় রাখে তখন আমাদের বাংলাদেশি ভাই গুলোর বিবেক কই ছিলো।

৪. যখন বিএসএফ গুলি করে সাধারণ লোকদের সীমান্তে মেরে ফেলে৷ এই তিন আগেও একজনকে মারছে তখন কেউ প্রতিবাদ করে না কেন৷ দাদা কই থাকে তখন৷


আগের নিজেদের মন মানুষিকতা ঠিক করুন৷ সামান্য টাকার জন্য কারো পা চাটিয়েন না৷

পতাকা অবমাননা করছে তাতেই ফাটি যাচ্ছে আপনাদের৷ আমরা ইজরাইলের পতাকার উপর পা দিয়ে হাটতেছি কই কোন কথা হইছে কি এটা নিয়ে৷ কারণ ইজরাইল মুসলিমদের উপর অত্যচার করছে আমরা তার প্রতিবাদ করছি৷ প্রয়োজনে ভারতেরও করবো৷ কারণ ওরা মুসলিমদের উপর অত্যচার করেন৷ ৪ বছর আগেও রাস্তায় মুসলিম দেখলে পিটিয়ে মেরে ফেলেছিলো ভারত মনে নাই আপনাদের৷ আমরা বাংলাদেশে কখনও হিন্দুদের পিটিয়ে মারি নাই৷

ভারত বন্দনা বাদ দেন৷ হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করতেছে৷ ওরা করলে সাত খুন মাফ আমরা করলে অবমাননা হয়ে যায়৷ ওরা গুলি করে সিমান্তে লোক মেরে ফেললে কোন দোষ নাই৷ আমরা মারলে তখন আমরা জঙ্গি৷

বাংলাদেশি মুসলিম ভাই বোনদের বলতেছি প্রতিবাদ করলে বাবরী মসজিদ নিয়ে প্রতিবাদ করেন৷ ওদের পতাকা নিয়ে নয়। সামান্য টাকার জন্য নিজের মনুষ্যত্ব ও ইমান বিসর্জন দিয়েন না৷

এখন যদি দাদা আমাদের মহা নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে পোষ্ট করেন। সেখানে যদি ১ লাখ টাকা পুরষ্কার দেন। সেখানেও হয়তো টাকার জন্য আপনারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে পোষ্ট করবেন৷ তার পা চাটবেন আমার যা মনে হয়৷

@rme
@rex-sumon
@hafizullah
@nusuranur
@moh.arif
@alsarzilsiam
@shuvo35

আপনারা ভারত চলে যান৷ দেশে আপনাদের মত বিবেকহীন মুসলিমের দরকার নাই৷ মুসলিমের খাতা থেকে নাম কেটে হিন্দু হয়ে যান৷ যতসব বিবেক হীন লোকজন৷