কবিতা

in #sabns7 years ago

সেই তো অামার অাসল বন্ধু
ভুলটা যে জন ধরে,
ভুলের দ্বারাই শিক্ষা করে
আসল মানুষ গড়ে।
ভুলটা ধরো সুশীল ভাষায়
ভালোবাসার সুরে,
তবে তুমি ঠাঁই পাবে ভাই
আমার অন্তঃপুরে।
ভুলটা ধরলে রাগ করে যে
জীবন থাকে ভুলে,
সফলতা দেয় না ধরা
জীবন নদীর কূলে।
ভুল করাটা মানবজাতির
সৃষ্টি হতেই শুরু,
যেজন আমার ভুলটা ধরে
সেজন আমার গুরু।
যত পারো ভুলটা ধরো
দেখাও আমায় আলো,

Sort:  

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud