Photography of Vati Flower

in #rtre2 years ago

আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজ আমি আপনাদের সাথে সুন্দর ভাটি ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আমি বাংলাদেশ থেকে এসেছি। তাই আমার অন্য ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এর একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। তাহলো ভাটি ফুল। ভাটি ফুল সাধারণত বিভিন্ন জঙ্গল এ পাওয়া যায়। এই ফুল কেউ বাসায় বা বেলকুনিতে চাষ করে না। কারণ এই ফুল দেখতে সুন্দর কিন্তু গন্ধ করে। কিন্তু ফুলটা অনেক সুন্দর।
FB_IMG_1680750925900_3.jpg

FB_IMG_1680750925900_2.jpg

FB_IMG_1680750925900_1.jpg

আশা করি আমার ফটোগ্রাফি করি সকলের পছন্দ হয়েছে। তাছাড়া এই ফল সকলে পছন্দ করে। আমার ফোটোগ্রাফি কেমন হলো তা কমেন্ট করে জানাও বন্ধুরা।