রিক্সার শহর ঢাকা

in #rickshaw15 days ago

ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকাকে বিভিন্ন দিক থেকে বিখ্যাত উপাধি দেওয়া যায়। তো বিভিন্ন উপাধির মধ্যে একটি হলো ঢাকা শহরের রিকশা। ঢাকা শহর এবং রিক্সা এই দুটি জিনিস যেন একে অপরের সাথে দারুন ভাবে জড়িত। ঢাকা কে বলা হয় রিক্সার শহর। তিন চাকার এই যানটি অল্প থেকে দূর দূরত্ব অতিক্রমের জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম।

20241214_111156.jpg

আমি প্রায়ই ছোটখাটো দূরত্ব অতিক্রমের জন্য এই রিক্সা বাহনটি ব্যবহার করি। আসলে কথাটা ঠিক আমি এমন না ঢাকা শহরের সবাই ই ছোট খাটো দূরত্ব অতিক্রমের জন্য এই রিকশাকেই ব্যবহার করে থাকে। আমার বাসা থেকে আমি যেখানে বাজার করতে চাই তার দূরত্ব মোটামুটি খুব যে দূর তাও না আবার কাছে তাও না। মানে এমন যে হেঁটে গেলেও কষ্ট হবে আবার রিকশাতে গেলেও খুব কাছে মনে হবে এমন। তো বাজার করতে গেলেই রিকশাতে যাওয়া হয়।

তাছাড়াও মাঝেমাঝে আমি আমার বউয়ের সাথে প্রায়ই একসাথে ঘুরি। হঠাৎ আমাদের যদি মনে হয় তার কিছু খেতে ইচ্ছা করছে, দুইজনে রিকশাতে বের হয়ে যায় কিছু খেতে। হালকা বাইরে ফাস্টফুড বা অন্য কিছু খেয়ে আবার একসাথে আমরা বাড়িতে ফিরে আসি রিকশাতে। যাইহোক এভাবেই রিকশাতে ঘোরাঘুরি করি। মাঝে মাঝে আমি একা ও বের হই একসাথে ঘুরতে। কাজের জন্য বিভিন্ন জায়গাতে যাওয়া লাগে তখন রিকশাতে চড়া হয়। মাঝে মাঝে একা বাজার করতে বের হলেও একসাথে বের হওয়া হয়।