পুরান ঢাকার বিখ্যাত বিফ হোটেলের ব্রাঞ্চ এখন মিরপুরে।। শেষ পর্ব।।

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

গতপর্বে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি এই হোটেলের পরিবেশ সম্পর্কে। এবং মিরপুরে নতুন ব্রাঞ্চ দেওয়ার পরে এদের চাহিদা কেমন সেটি আপনাকে দেখিয়েছে। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব তাদের খাবারের গুণগত মান ও তাদের আইটেমসমূহ।

IMG20250124153953.jpg

IMG20250124153949.jpg

যেহেতু আমাদের এখানে আসার ইচ্ছে ছিল তাদের সবগুলো খাবার আমরা দেখব কেমন হয় তাই আমরা তাদের সবগুলো খাবার অর্ডার করি। প্রথমে আমরা অর্ডার করি তাদের বিখ্যাত বিফ কাচ্চি, তাদের এই খাবারটি খুবই সুস্বাদু ছিল। আর এটির জন্যই নাকি তারা জনপ্রিয়তা অর্জন করে।

IMG20250124150849.jpg

এরপর আমরা একটি কাচ্চি নেই, তাদের কাছের মান অনেক সুন্দর ছিল। মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, যার ফলে খেতে অনেক সুস্বাদু লাগছিল।

IMG20250124150855.jpg

তাদের এখানে আরো দুইটি জনপ্রিয় আইটেম ছিল, সেগুলো হলো গরুর কালা ভুনা ও লাল ভুনা। সচরাচ র প্রত্যেকটা হোটেলে কালা ভুনা ও লাল ভুনা থাকে, আর তাদের এই খাবারের মানটি কেমন দেখার জন্য সাদা ভাতের সাথে কালা ভুনা ও লাল ভুনা অর্ডার করা হয়। তবে তাদের এই গরুর মাংসের রেসিপি টা তেমনটা সুস্বাদু ছিল না।

IMG20250124150731.jpg

IMG20250124153846.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
মিরপুর, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সর্বোপোরে তাদের পরিবেশগতমান ও খাবারের মান অনুযায়ী এখানে আসা যায়। যেহেতু এটি একটি পুরান ঢাকার বিখ্যাত খাবার, আর এটি যেহেতু মিরপুরে পাওয়া যাচ্ছে, তাই মিরপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে এসে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ধন্যবাদ।।