গ্রীষ্মকাল চামড়ার ট্যান দূর করার সহজ উপায় | Natural way to remove tan

in #removetan9 months ago (edited)

গ্রীষ্মকালে চামড়ার ট্যান দূর করার সহজ উপায়


Ayurvedic Benefits of Drinking Lemon Water

ট্যান দূর করতে প্রাকৃতিক উপায়

গ্রীষ্মকাল শুরু হতে চলেছে এবং দেশের অনেক অংশেই গরমের আরম্ভ হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদে থাকার ফলে চামড়ার ওপর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে। রোদে থাকার কারণে চামড়ার কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এর ফলে চামড়ায় ট্যান পড়ে। মুখের ওপর এই কালো দাগগুলি আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। এগুলি দূর করতে কস্মেটিক্স ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক ও গৃহস্থালির উপায় ব্যবহার করাই ভাল।

দই এবং টমেটোর ফেস প্যাক

দই এবং টমেটো চামড়ার ট্যান দূর করতে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। দুই চামচ দই এবং এক চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চামড়ায় লাগিয়ে 20-25 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।

লেবুর রস

লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যা চামড়ার ট্যান দূর করতে খুব কার্যকর। নিম্বুর এসিড চামড়ায় হওয়া টান দূর করে এবং চামড়ায় উজ্জ্বলতা আনে। নিম্বুর রস কাপড়ের সাহায্যে চামড়ায় লাগান এবং কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে আপনি ফলাফল দেখতে পাবেন।

হলুদ এবং বেসন

হলুদের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে। হলুদ এবং বেসন মিশিয়ে লাগালে এটি চামড়াকে এক্সফোলিয়েট করে এবং ট্যান কমাতেও সহায়তা করে। একটি বাটিতে দুই চামচ বেসন নিন এবং তাতে অর্ধেক চামচ হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। আঙুলের সাহায্যে এই পেস্টটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

শসা /খীরা

শসা আমাদের চামড়াকে ঠান্ডা রাখে এবং হাইড্রেট করে রাখে। শসার রসে কিছু লেবুর রস এবং গোলাপের জল মিশিয়ে কাপড়ের সাহায্যে চামড়ায় লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন, আপনার চামড়ার ট্যান কমে যাবে।

আশা করি, আমাদের এই পোস্টটি আপনার ভালো লেগেছে । এইরকম আরও অনেক টিপস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। তখন পর্যন্ত, নমস্কার।

please visit our website