রেসিপিঃশিমের বিচি ও ডালের বড়ি দিয়ে রুই মাছের মজাদার ঝোল ।

in আমার বাংলা ব্লগ7 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r25.jpg

r26.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আমি সব সময় চেস্টা করি রান্নায় কম তেল ব্যবহার করতে। এবং সাধারনত কাঁচা মরিচ দিয়ে রান্না করতে। কাঁচা মরিচের তৈরি যে কোন খাবার শরীরের জন্য বেশ ভালো। কেবল মাত্র রং এর জন্য খুবই সামান্য মরিচের গুড়া ব্যবহার করি।সেই সাথে তাজা মাছ আমি না ভেজেই রান্না করতে পছন্দ করি। আজ আমি রুই মাছ দিয়ে শিমের বিচি ও ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি রুই মছ ও শিমের বিচি সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি বানানোর ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r5.jpg

r2.jpg

r3.jpg

t1.jpg

re20.jfif

r1.jpg

রুই মাছ৫ টুকরা
শিমের বিচি২ কাপ
টমেটো১ টি
হলুদ গুড়া১ চাঃ চামচ
পিয়াজ কুচি৩ টেঃ চামচ
লবনস্বাদ মতো
ধনে পাতাপ্রয়োজন মতো
কাঁচা মরিচ৬-৭টি
আদাআধা ইঞ্চি
রসুনের কোয়া৩টি
ধনে গুড়া১ চাঃ চামচ
ডালের বড়ি১০-১৫পিস
সয়াবিন তেলপ্রয়োজন মতো
মরিচ গুড়া১ চাঃ চামচ

রন্ধন প্রণালী

ধাপ - ১

r5.jpg

প্রথমে মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে সামান্য হলুদ গুড়া,মরিচ গুড়া ও লবন দিয়ে মেখে রেখে দিয়েছি

ধাপ - ২

r3.jpg

r4.jpg

পিয়াজ,কাঁচা মরিচ,রসুন ও আদা বেটে নিয়েছি।

ধাপ - ৩

r2.jpg

শিমের বিচি ছিলে ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

ধাপ - ৪

r7.jpg

r8.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তাতে ডালের বড়ি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি।

ধাপ - ৫

r10.jpg

পুনরায় চুলায় একটি হাড়ি বাসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি।

ধাপ-৬

r11.jpg

পিঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে বাটা মশলা দিয়ে দিয়েছে। কিছুটা ভেজে নিয়ে সকল গুড়া মশলা দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৭

r14.jpg

r15.jpg

r17.jpg

কষানো মশলায় ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-৮

r18.jpg

r19.jpg

একই মশলায় শিমের বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।শিমের বিচি কিছুটা সিদ্ধ হয়ে এলে তাতে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

ধাপ-৯

r20.jpg

r21.jpg

r22.jpg

এরপর তাতে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিয়েছি। ডালের বড়ি সিদ্ধ হয়ে এলে এবং ঝোল কিছুটা কমে এলে তাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি।্ব্যস তৈরি হয়ে গেল মজাদার শিমের বিচি ও ডালের বড়ি দিয়ে রুই মাছের মজাদার ঝোল।

পরিবেশন

r25.jpg

r26.jpg

r27.jpg

এবার একটি বাটিতে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

আশাকরি, আজকের শিমের বিচি ও ডালের বড়ি দিয়ে রুই মাছের মজাদার ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ দুপুর।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৪ঠা এপ্রিল, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 7 days ago 

সত্যি কথা বলতে আমি এমন রান্না কখনো খাইনি। তবে দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। আমাদের এখানে সিমের বিচি আলাদা করে বাজারে বিক্রি করা হয় আমি অবশ্যই একবার এমন করে রান্না করে খাওয়ার চেষ্টা করব। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

একদিন ট্রাই করে দেখতে পারেন দাদা ।খেতে দারুন লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 7 days ago 

cmc.png

 7 days ago (edited)

xp1.png

xp2.png

xp3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

কাঁচা মরিচ দিয়ে রান্না করা যে কোন তরকারি আমাদের জন্য অনেক বেশি ভালো। যদিও শুকনো মরিচ গুড়ো খুব বেশি স্বাস্থ্যকর নয়। তবুও তো খেতে হয়। যাই হোক সিমের বিচি আর বড়ি একসাথে কখনো রান্না করা হয়নি। বিশেষ করে বড়ি আমাদের এদিকে পাওয়াই যায় না। রুই মাছ দিয়ে রান্নাটা দারুন করে করেছেন, দেখেই লোভ লাগছে।

 7 days ago 

আমি রান্নায় সব সময় কাঁচা মরিচ ব্যবহার করার চেস্টা করি। গুড়া মরিচ খুবই কম ব্যবহার করি।ধন্যবাদ আপু।

 7 days ago 

আমরাও কাঁচা মরিচ টাই বেশি ব্যবহার করি রান্নায়। শিমের বিচি আমার খুবই পছন্দ। মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে তবে ডালের বড়া দিয়ে কখনো রান্না করা হয়নি। এভাবে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। খুবই লোভনীয় লাগছে দেখতে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 days ago 

এই রেসিপিটি খেতে বেশ মজা। একদিন ট্রাই করতে পারেন। আশাকরি ভাল লাগবে। ধন্যবাদ আপু।

 7 days ago 

আমার কাছে মনে হয় আপু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে খেতে যেন বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে শিমের বিচি দারুনভাবে রান্না করেছেন। এভাবে কখনো সিমের বিচি রুই মাছ দিয়ে রান্না করে খাইনি। আপনার রেসিপিটা আমার কাছে একদম ইউনিক লাগল। বাড়িতে একদিন তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 6 days ago 

অবশ্যই করবেন আপু। রেসিপিটি খেতে অনেক মজা আপু।