"বোয়াল মাছের কালিয়া রেসিপি"
নমস্কার
"বোয়াল মাছের কালিয়া রেসিপি"
বোয়াল মাছ,নাম শুনলেই যেন কেমন রাজকীয় মনে হয় তাইনা!বোয়াল মাছ খুবই উপকারী একটি মাছ।বিশেষ করে নদী, নালা, খালসহ মিঠা জলে হয়ে থাকে।যদিও বর্তমানে এইসব নদী-নালা কিংবা খালের সংখ্যা কমে যাচ্ছে।ফলে বোয়াল মাছের সংখ্যাও দারুণভাবে কমে যাচ্ছে ,তাই অনেকটাই বিলুপ্তির পথে।তবে আমাদের বাড়ির সামনে যে ক্যানেল রয়েছে, সেই ক্যানেলে কিন্তু প্রচুর পরিমানে বোয়াল মাছসহ নানা ধরনের মাছ রয়েছে।আর সারাবছরই বাইরের অনেক মানুষ-ই সেখানে মাছ ধরে উপার্জন করে।কিন্তু এই বছর বৃষ্টি না হওয়াতে চাষীরা খালের জল ফসলের মাঠে ব্যবহার করেছে,এইজন্য খাল অর্ধেক জায়গায় শুকিয়ে গিয়েছিলো।আর যেখানে জল ছিলো সেখান থেকে আমার বাবা খাপ জালে অনেকগুলো বোয়াল মাছ ধরেছিলেন।তবে সেগুলো সবই খাওয়া হয়েছিলো, কিন্তু একটি বোয়াল আমি পেয়েছিলাম কিছুটা ডাঙার উপরে।ভোরে যখন ক্যানেল পাড়ে হাঁটছিলাম তখন একটুখানি জলে মাছটি ছটফট করছিলো।আমার চোখ যেতেই কাঁদায় নেমে ধরে নিয়ে আসলাম বোয়াল মাছটি।আর সেটা দিয়েই কালিয়া রেসিপি তৈরি করেছিলাম কিছুদিন আগে।যেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুস্বাদু হয়েছিল।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.পেঁয়াজ কুচি- 3 টি
3.গোটা কাঁচা মরিচ - 4 টি
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ-1 টেবিল চামচ
6.শুকনো মরিচ বাটা-1 টেবিল চামচ
7.টমেটোর সস-1 টেবিল চামচ
8.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
9.গরম মসলা গুঁড়া-1/3 টেবিল চামচ
10.আদা-রসুন বাটা-1/2 টেবিল চামচ
11.জিরে বাটা-1 টেবিল চামচ
12.সরিষার তেল-80 গ্রাম
13.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি বোয়াল মাছটি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম।এরপর কেটে নেওয়া মাছের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব।
ধাপঃ 2
বোয়াল মাছের চামড়া যেহেতু তেল যুক্ত তাই ভাজার সময় তেল ছিটকে যেতে পারে ,এইজন্য আমি আগে থেকেই একটু কাঁচা সরিষার তেল মাছের গায়ে মিশিয়ে নেব।
ধাপঃ 3
এবারে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব চুলার মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে মাছের পিচগুলি দিয়ে দেব।
ধাপঃ 4
এখন উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নেব মাছটি।
ধাপঃ 5
এরপর ভাঁজা মাছটি তুলে নেব একটি পাত্রে।
ধাপঃ 6
এবারে কড়াইতে পুনরায় তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন ও পেঁয়াজ কুচি দিয়ে দেব।
ধাপঃ 7
এরপর পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, বেটে নেওয়া সমস্ত মশলা দিয়ে দেব।
ধাপঃ 8
এখন মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিলাম।
ধাপঃ 9
এবারে মশলাটি ভালোভাবে লাল রঙের করে কষিয়ে নেব।
ধাপঃ 10
এরপর কাঁচা মরিচ কুচি ও পরিমাণ মতো জল দিয়ে দেব মশলার মধ্যে।
ধাপঃ 11
এখন মশলা মিশ্রিত জলটি ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব তার মধ্যে।
শেষ ধাপঃ
সবশেষে গুঁড়া মশলা হালকা দিয়ে তরকারিটি ফুটিয়ে নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার "বোয়াল মাছের কালিয়া রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
বোয়াল মাছ এখন খুব কমে দেখা যায়। আপনি দেখছি নিজের হাতে ধরা বোয়াল মাছের মজার কালিয়া রেসিপি করেছেন। আসলে বোয়াল মাছ খেতে যেমন ভালো লাগে তেমনি বোয়াল মাছের মধ্যে ভিটামিন ও আছে। সত্যি আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ নিজের হাতে ধরা বোয়াল মাছের মজার রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1907790256449204734
https://x.com/green0156/status/1907789517903261940
https://x.com/green0156/status/1907792856032387346
https://x.com/green0156/status/1907796384553599343
https://x.com/green0156/status/1907800213085098147
https://x.com/green0156/status/1907799182867575244
বোয়াল মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আপনি বোয়াল মাছের অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি উপকরণ এবং তার পরিমাণ তুলে ধরেছেন। এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন চমৎকার রেসিপি গুলো যখন দেখতে পায় তখন সত্যিই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সুন্দর রান্না করেছেন। মনে করি অনেক সুস্বাদু হয়েছে।
আপনার প্রশংসামূলক মতামত জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
সকাল বেলায় ক্যানাল থেকে বোয়াল মাছ ধরেছেন।ধরে আনা বোয়াল মাছের চমৎকার কালিয়া রেসিপি তৈরি করেছেন। বোয়াল মাছের কালিয়া রেসিপি কখনোই খাওয়া হয়নি। তবে দেখে তো মনে হচ্ছে খুব মজা হয়েছিল। কালারটাও তো দারুন এসেছে। রেসিপিটি দেখেই খেতে ইচ্ছে করছে। সম্পূর্ণ প্রসেস খুব চমৎকারভাবে শেয়ার করলেন। আপনাকে ধন্যবাদ দিদি।
হ্যাঁ দিদি খুবই মজাদার খেতে হয়েছিলো, সুযোগ পেলে আপনিও ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।
বোয়াল মাছ তেমন একটা খাওয়া হয় না। অনেকদিন আগে আমার একটা ফ্রেন্ড এর বাসায় গিয়ে খেয়েছিলাম। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি দেখে। বোয়াল মাছ এমনিতেই খুব সুস্বাদু। এভাবে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
আসলেই এই মাছ যেমন সুস্বাদু তেমনি উপকারী।আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ।
আমাকে এদিকে কিন্তু বাজারে বোয়াল মাছ বিক্রি হয় তবে আমি কোনদিনও কিনে খাইনি। ছোট থেকেই কোনদিনও বোয়াল মাছ খাওয়া হয়নি। তাই জানিনা কেমন খেতে কিন্তু তোমার পোস্ট পড়ে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু। দেখি এরপরে মাছ বাজার করতে গেলে একটা বোয়াল মাছ কিনে আনব। রান্নাটা এত সুন্দর করেছো ভীষণ লোভনীয় লাগছে দেখতে।
অবশ্যই দিদি,তাহলে তো ভালোই।তোমার যখনই মন চায় তখনই তুমি বাজার থেকে মাছটি কিনে রান্না করতে পারবে।ধন্যবাদ।
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। এরকম মজার মজার রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে তৈরি করতে এবং খেতে। রেসিপিটার পরিবেশন খুব সুন্দরভাবে করলেন আপনি। গরম গরম খেতে অনেক ভালো লাগবে।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার রেসিপি তৈরি সার্থক আপু,ধন্যবাদ আপনাকে।
এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।
হি হি ভাইয়া, আসলেই খুব মজা করে খেয়েছিলাম।ধন্যবাদ আপনাকে।