আমাকে এদিকে কিন্তু বাজারে বোয়াল মাছ বিক্রি হয় তবে আমি কোনদিনও কিনে খাইনি। ছোট থেকেই কোনদিনও বোয়াল মাছ খাওয়া হয়নি। তাই জানিনা কেমন খেতে কিন্তু তোমার পোস্ট পড়ে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু। দেখি এরপরে মাছ বাজার করতে গেলে একটা বোয়াল মাছ কিনে আনব। রান্নাটা এত সুন্দর করেছো ভীষণ লোভনীয় লাগছে দেখতে।
অবশ্যই দিদি,তাহলে তো ভালোই।তোমার যখনই মন চায় তখনই তুমি বাজার থেকে মাছটি কিনে রান্না করতে পারবে।ধন্যবাদ।