ছয় ঋতুর মধ্যে ঋতুর রাজা হলো-বসন্তকাল।
রবিবার
তারিখঃ ২৬ শে মার্চ ২০২৩
আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ নিয়ামতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন আজ আমি বসন্তকাল নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।
এই ছবি গুলো Gridart অ্যাপ থেকে ইডিট করা।
mine.PNGষড়ঋতুঃmine.PNG
আমাদের দেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এদেশের প্রকৃতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু আগমন হয়। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। আমাদের দেশের রুপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত, শীত ও বসন্ত আসে। একটা ঋতুর পর আরেকটা ঋতুর আগমন ঘটে।
mine.PNGবসন্তকালে গাছে গাছে নতুন ফুলের আগমনঃmine.PNG
শীতের পর আসে বসন্তকাল। সকল ঋতুর মধ্যে শ্রেষ্ঠ হলো বসন্ত কাল। বসন্তকালকে ঋতুর রাজা বলা হয়ে থাকে। ষড়ঋতু শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হলো বসন্তকাল। শীতের সময় সকল গাছের পাতা ঝড়ে পড়ে। আবার বসন্ত এলে ঝড়ে পড়া গাছে নতুন করে পাতা জন্মায়। গাছে গাছে নতুন ফুলের সমাহার ঘঠে। এই সময় দেবদারু,পলাশ, মনিমালা,মহুয়া,পলক জুঁই প্রভূতি গাছে ফুল ফোটে।
এই সময় শিমুল গাছে পাতাবিহীন শুধু ফুলের মেলা দেখা যায়। যেদিকেই চোখ যায় শুধু শিমুল ফুলের সমাহার। এই বসন্তকালেই শিমুল গাছ তার পূর্ণাঙ্গ রুপ নিয়ে আসে।বসন্তকালে বাতাস সবদিকে বিচলিত হয়, নিদিষ্ট কোন দিক থাকে না। বসন্তের আবহাওয়া থাকে স্থির। এই ঋতুতে আকাশ মাঝে মাঝে থাকে মেঘলা।
mine.PNGবসন্তকালে গ্রাম্য মেলার দৃশ্যপটঃmine.PNG
আদিমকাল থেকে বসন্তকালকে উদ্দেশ্য করে বাঙালিরা গ্রামে ও শহরে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে। আবার শীতের সাথে তুলনা করে পিঠা উৎসবও চলে। বসন্তকালে সকালবেলায় চারিদিকে হালকা কুয়াশা পরিলক্ষিত হয়।
এই ছবি গুলো মেলা থেকে তোলা হয়েছে।
|
বসন্তকালকে সামনে রেখে আমাদের পার্শ্ববর্তী উপজেলা খয়েরপুকুরে চলে ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে বিভিন্ন ধরনের সার্কাস,হাতি খেলা,যাত্রা-পালা ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে। মেলায় হরেক রকমের দোকান-পাট আসে।