$PUSS নিয়ে নিজের কথা
বছর তিনেক থেকেই এই কমিউনিটিতে যতগুলো প্রজেক্ট চালু হয়েছে সবগুলোর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। বলতে গেলে প্রতিটা প্রজেক্ট বেশ ভালোভাবে চলমান আছে এবং সফলতার কথা যদি বলতেই হয়, তাহলে হয়তো এক কথাতেই বলবো প্রতিটা প্রজেক্ট নিজেদের জন্য যেমনটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, তেমনটা সকল ইউজারের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ ।
জীবনে টাকা পয়সা প্রচুর আসবে যাবে, তবে আনন্দ করার সুযোগ কতটুকু পাওয়া যাবে, এটাই হচ্ছে দিনশেষে মুখ্য বিষয় । উপরোক্ত এ কথাটি আমার না, এ কথাটি আমাদের প্রতিষ্ঠাতার। তিনি বরাবরই বলেন, কাজের মাঝেই আনন্দ খুঁজুন, তাহলে সেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন প্রতিনিয়তই।
এ কথার বাস্তব প্রমাণ পেয়েছি, আমি আমার ব্যক্তি জীবনেও। এই যে আমাদের নতুন প্রজেক্ট $PUSS চালু করা হয়েছে,শুরু থেকেই প্রতিষ্ঠাতার পরিকল্পনা ছিল এই বিষয়ে দূরদর্শী । তার অক্লান্ত পরিশ্রম ও আমাদের টিমের সকল সদস্যদের চিন্তাভাবনা কে তিনি প্রাধান্য দিয়েই এবং ইউজারদের কথা ভেবেই, এই প্রজেক্টটা চালু করেছেন।
যার ফলাফল হয়তো ইতিমধ্যেই আমরা সকলে মিলে ভোগ করছি। এখনো অনেক কাজ বাকি, তবে তার ভিতরেই যে সফলতার স্বাদ আমরা পেয়েছি তা কিন্তু বলাবাহুল্য।
সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো খুব শীঘ্রই, বিভিন্ন cex exchangers এ $PUSS কয়েন লিস্টেড হবে এবং exchangers গুলোতে লিস্টেড হলে মার্কেট প্রাইস কোথায় যাবে, সেটা একবার চিন্তা করে দেখুন।
যাইহোক একটা অনুরোধ করবো, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অল্প অল্প করে আমাদের কমিউনিটির নিজস্ব নেটিভ কয়েন $PUSS কিনে হোল্ড করে রাখুন। আমরা অবশ্যই এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। তাছাড়া টুইটার প্রমোশনের ক্ষেত্রে সবাই একটু মনোযোগী হউন।
আমি টুইটার প্রমোশনের সঠিক ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। এছাড়াও কয়েন সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, যা আপনাদের কাজে লাগবে।
$PUSS
@sunpumpmeme
@trondao
#TronMemeSeason #Meme
TRUE DECENTRALIZED MEME COIN
No Presale
No Team Allocation
Lower Gas
Blockchain : TRON
Coin type : TRC-20
Total Supply : 1000000000
Easy Trade
https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7
আসলেই ভাইয়া আজ পর্যন্ত দাদা যতগুলো প্রজেক্ট নিয়ে এসেছে সবগুলো প্রজেক্টটির সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে। দাদা সব সময় ইউজারদের কথা চিন্তা করেই সবগুলো প্রজেক্ট তৈরি করে। puss টোকেনটিও তেমন। এটি হোল্ড করে রাখলে নিজেদের জন্যই উপকারী হবে। ট্যাগ গুলো দেয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু বিষয়টা সহজে বুঝতে পারার জন্য, অবশ্যই আমরা সফল হবো।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া দাদা যা করেন আমাদের ভালোর জন্যই করে থাকেন। তবে $puss কয়েনটি ও তারাতাড়ি আমাদের জন্য সফলতা বয়ে আনবে আশাকরি। আপনার জন্য শুভকামনা রইল।
এমনটা আসলে কেউ চিন্তা করেনি, এটা হঠাৎই হয়ে গিয়েছে।
আসলে আমাদের দাদা ঠিকই বলেন,টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করা যায়, তবে আনন্দ করার সুযোগটা সেভাবে পাওয়া যায় না। যাইহোক এই মুহূর্তে আমাদের সবার উচিত বেশি বেশি পরিমাণে পুস কয়েন কিনে হোল্ড করে রাখা এবং টুইটারে যথাযথভাবে প্রমোশন করা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রমোশনের ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করতে হবে, সবাইকেই এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থান থেকে।
এই অপেক্ষায় আছি ভাই। আশাকরি খুব দ্রুতই ভালো কোন পরিচিত এক্সচেঞ্জ সাইটে দেখতে পাব পুশ কে। তখন আর দেখতে হবে না। একেবারে 🚀🚀🚀। সবচাইতে বড় কথা কাজের মাঝে আনন্দ খুজতে হবে। কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে।
দিনশেষে এটাই সত্য, কাজের প্রতি ভালোবাসা তৈরি করলে সব কিছুই সম্ভব।