আসলেই ভাইয়া আজ পর্যন্ত দাদা যতগুলো প্রজেক্ট নিয়ে এসেছে সবগুলো প্রজেক্টটির সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে। দাদা সব সময় ইউজারদের কথা চিন্তা করেই সবগুলো প্রজেক্ট তৈরি করে। puss টোকেনটিও তেমন। এটি হোল্ড করে রাখলে নিজেদের জন্যই উপকারী হবে। ট্যাগ গুলো দেয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু বিষয়টা সহজে বুঝতে পারার জন্য, অবশ্যই আমরা সফল হবো।