nested for লুপ বলতে কী বুঝায়?...

in #programming3 years ago

যখন একটি for লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো এক বা একাধিক for লুপ স্টেটমেন্টে ব্যবহার করা হয় তখন তাকে নেস্টেড for লুপ বলে। লক্ষণীয় যে, আউটার লুপ কন্ডিশন সত্য হলে ইনার লুপের স্টেটমেন্ট এক্সিকিউশন চলতে থাকে যতক্ষণ না ইনার লুপের কন্ডিশন মিথ্যা হবে্ ইনার লুপের কন্ডিশন মিথ্যা হলে আবার আউটার লুপে যাবে এবং উপরোক্ত নিয়মে প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ না উভয় লুপই মিথ্যা হবে।