প্রেগনেন্সি অবস্থায় কি কি সমস্যা হতে পারে?

প্রেগনেন্সি অবস্থায় কি কি সমস্যা হতে পারে?

প্রথম দিকে বমি মাথায় ব্যাথা, শরীর দুর্বল নিঃশ্বাসে কষ্ট এক কথায় শ্বাস নিশ্বাসে কষ্ট আর এটা হওয়ার মূল কারণ দুর্বলতা হাত পায়ে ব্যাথা করতে পারে,এমন কিছু দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিবেন।

দ্বিতীয়ত,পাঁচ মাস থেকে নয় মাস পর্যন্ত আপনার কোমর ব্যথা হাত পায়ে ব্যথা,শরীরে টান লাগা পেটে টানটান ভাব মাঝে মাঝে পেট ব্যথা হতে পারে,এমন কিছু দেখা দিলে বেশি বেশি পানি পান করবেন একটু হাটাহাটি করবেন যদি বেশি পেট ব্যথা করে তাহলে ডাক্তারি পরামর্শ নিবেন।

আর নরমাল ডেলিভারির জন্য আপনার শেষ আট মাসের দিকে youtube দেখে আপনি প্রয়োজনের কিছু ব্যায়াম করতে পারেন এতে আপনার নরমাল ডেলিভারিট অনেক সুবিধা হবে।