নাকে পলিপ হওয়ার কারণ ও চিকিৎসা।

in #polyp7 years ago

popyp.jpg

নাকের পলিপ হওয়ার সঠিক কারণ এখনও অজানা।তবে অনেকসময় হাঁপানি, এলার্জি ইত্যাদি এই রোগের জন্য দায়ী। নাকের পলিপ অতিপরিচিত একটি সমস্যা, অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এটি একধরণের মাংসপিন্ড, যা নাকের ভিতরে হয়ে থাকে। তবে সবধরণের মাংসপিণ্ডই পলিপ নয়, পলিপ কখোনো মাংসপিন্ডের মতো লাল হয় না, এটি সাধারণত ফ্যাকাসে বর্ণের হয়ে থাকে। নাকের পলিপ সাধারণত ২ ধরণের হয়ে থাকে।

ইথময়ডাল পলিপ : এটি এলার্জির কারণে হয় ও মাঝ বয়সে হয়।
এন্ট্রোকোয়ানাল পলিপ: এটি ইনফেকশন এর কারণে হয় ও এক নাকে দেখা যায়। সাধারণত শিশু বা কিশোর বয়েসে হয়ে থাকে।

নাকে পলিপ থাকলে আমরা সাধারণত যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেগুলো হলো - নাক বন্ধ থাকা, নাক দিয়ে জল পড়া, বেশি হাঁচি পাওয়া, মাথাব্যাথা, মুখ হা করা ঘুমানো, নাকে কোনো গন্ধ না পাওয়া। আপনি কি এই সমস্যাগুলোয় ভুগছেন তাহলে তাড়াতাড়ি নাক, কান ও গলা বিশেষজ্ঞ কে দিয়ে দ্রুত পরীক্ষা করে নিলেই এটি বোঝা যাবে। অপারেশন করলে পলিপ সাধারণত ভালো হয়ে যায়, তবে এটি বার বার হতে পারে। এলার্জি থেকে দূরে থাকলে এই রোগ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের মাধ্যমে এলার্জিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখলে পলিপের ফোলা ভাব কিছুটা কমে যায় এবং স্টেরয়েড জাতীয় সেপ্র নাকে ব্যবহার করলে পলিপের আকার কিছুটা ছোট হয়ে আসতে পারে।

বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয় থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোটে করে আমায় উৎসাহিত করবেন।

Sort:  

Sorry English isn't my first language but I see you put a lot of effort into this.

Thanks for your helpful post

Posted using Partiko Android