স্বরচিত অনুভূতিমূলক কবিতা || আমার প্রিয়া
আজ - বুধবার
কবিতা
হৃদয় শীতল হয়ে যেত দেখে হাসি মুখ।
হাসি মাখা মুখটা যেন ফোটা পদ্ম ফুল
সে কোন ভুল করেনি সবই আমার ভুল।
তার মুখের হাসি দেখতে কতই ছলচাতুরি
গম্ভীর্য চেহারা দেখে যেন প্রেমে অনলে পুড়ি।
বাসতাম ভালো মন প্রাণ দিয়ে অতি আপন করে
সেই সুযোগে মারলো ফালা হৃদয় মন্দিরে।
চলতাম সাথে হাতটি ধরে প্রেমের অনুরাগে
না জানি তার হৃদয় মাঝে কখন প্রেম জাগে।
বাসে যদি এতই ভালো কেমন করে পারে
মায়াবতীর ছলনা দিয়ে অভিমানে মারে।
কত যে তার অভিমান একরোখা যিদ ধরে
বুঝতো না মোর ভালোবাসা একটু স্মরণ করে।
দেখালো শুধু অভিমানী আমায় কাছে পেলে
বন্ধুবান্ধব কাছে থাকলে হাসিতে পা ফেলে।
তবে কেন প্রথমত দেখালো এত টান
দেখা করতে দেরি হলে করতো অভিমান
বলতো সে তোমায় ছাড়া কেমনে আমি বাঁচি?
সারা জনম হাতটা ধরে তোমার পাশে আছি।
দিনে দিনে কি যে হল ধরলো কার হাত
চেয়ে থাকি কথার আশায় কাটে কত রাত।
চললো না সে আমার সাথে হাসিমুখ নিয়ে
বাসর হলো না তার সাথে করলো কারে বিয়ে।
হয়তো আজ সুখে আছে দুঃখে রেখে আমায়
ভালো থাকুক ভালো রাখুক ভালবেসে তার জামাই।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা। ভালোবাসার এই কবিতাটি আমার কাছে দারুন লেগেছে।
কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ
আসলে আজ আপনি আমাদের মাঝে প্রিয় মানুষকে নিয়ে দারুণ একটা কবিতা শেয়ার করলেন। এই কবিতার প্রত্যেকটা লাইন একজন প্রিয় মানুষের জীবনের ক্ষেত্রে যথাযথভাবে মিলে যায়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটা আবৃত্তি করেছেন জেনে খুশি হলাম দাদা।
প্রিয়জনের মুখের হাসি দেখতে কতই না শান্তি লাগে। দারুন একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার লাইনগুলো প্রিয়জনকে উৎসর্গ করে লিখেছেন। প্রিয়জনের অভাব কতইনা কষ্ট দেয়। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপনি। আবৃত্তি করে পাশে থাকার জন্য ধন্যবাদ
বাহ দারুন ভাবে একটি কবিতা লিখেছেন। আসলে মানুষ কখন কার প্রতি আসক্ত হয়ে যায়, তা বলা খুবই কঠিন। তবে, আমার কাছে মনে হয় নিজের প্রিয় মানুষ কে একটু আদরে রাখলে সে আর কখনো দ্বিতীয় কোন মানুষের কাছে যাবে না। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।
আমার লেখা কবিতা আবৃত্তি করেছেন জেনে খুশি হলাম।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার প্রিয় মানুষের কেন্দ্র করে লেখা এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো ।
ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হয়েছি
সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই আপনাকে ওইটা দিয়ে পড়ে অনেক ভালো লাগলো আসলে ভালোবাসা মানে অপেক্ষা, একরকম অনূভুতি। আচ্ছা ঠিকই বলেছেন ভাই প্রেমিক প্রেমিকার দেখা করার জন্য অনেক রকম ছল চতুরি মনের মাঝে উদয় হয়।
হ্যাঁ প্রথমত এমনটা হয় সবার মধ্যে।
প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। দারুন হয়েছে আপনার লেখা কবিতাটা। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন। ভালো লাগলো কবিতাটা পড়ে। এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
উৎসাহ দিয়ে পাশে থাকলে অবশ্যই লিখব।
আপনি কিন্তু বেশ চমৎকার কবিতা লিখে থাকেন। আজকের কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে।
আসলে পিয়ার মুখের হাসি সব সময় অনেক ভালো লাগে। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা আবৃতি করার জন্য ধন্যবাদ