স্বরচিত অনুভূতিমূলক কবিতা || আমার প্রিয়া

in আমার বাংলা ব্লগ7 hours ago


আজ - বুধবার

০৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20240504_184051740_BURST0004.jpg

Photography device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি বিরহের কবিতা নিয়ে। আশা করবো আমার লেখা এই কবিতা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন কবিতা আবৃত্তি করি।

কবিতা

নাম:
আমার প্রিয়া

রচয়িতা:


আমার 'প্রিয়া' যখন ছিল, ছিল স্বর্গ সুখ

হৃদয় শীতল হয়ে যেত দেখে হাসি মুখ।

হাসি মাখা মুখটা যেন ফোটা পদ্ম ফুল
সে কোন ভুল করেনি সবই আমার ভুল।

তার মুখের হাসি দেখতে কতই ছলচাতুরি
গম্ভীর্য চেহারা দেখে যেন প্রেমে অনলে পুড়ি।

বাসতাম ভালো মন প্রাণ দিয়ে অতি আপন করে
সেই সুযোগে মারলো ফালা হৃদয় মন্দিরে।

চলতাম সাথে হাতটি ধরে প্রেমের অনুরাগে
না জানি তার হৃদয় মাঝে কখন প্রেম জাগে।

বাসে যদি এতই ভালো কেমন করে পারে
মায়াবতীর ছলনা দিয়ে অভিমানে মারে।

কত যে তার অভিমান একরোখা যিদ ধরে
বুঝতো না মোর ভালোবাসা একটু স্মরণ করে।

দেখালো শুধু অভিমানী আমায় কাছে পেলে
বন্ধুবান্ধব কাছে থাকলে হাসিতে পা ফেলে।

তবে কেন প্রথমত দেখালো এত টান
দেখা করতে দেরি হলে করতো অভিমান

বলতো সে তোমায় ছাড়া কেমনে আমি বাঁচি?
সারা জনম হাতটা ধরে তোমার পাশে আছি।

দিনে দিনে কি যে হল ধরলো কার হাত
চেয়ে থাকি কথার আশায় কাটে কত রাত।

চললো না সে আমার সাথে হাসিমুখ নিয়ে
বাসর হলো না তার সাথে করলো কারে বিয়ে।

হয়তো আজ সুখে আছে দুঃখে রেখে আমায়
ভালো থাকুক ভালো রাখুক ভালবেসে তার জামাই।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

একটা সময় দেখা গেছে ভালোবাসার মানুষ প্রিয়জনের জন্য অপেক্ষা করতো। প্রেমিক দেখা করতে দেরি হলে প্রেমিকার মন কষ্ট পেত। আর এভাবে দুজনার মধ্যে সুন্দর একটি প্রেম ভালোবাসা বেড়ে উঠতে থাকে। যখন প্রেমিকের মধ্যে ভালোবাসা গভীরভাবে জাগ্রত হয় তখন দেখা যায় প্রেমিকা তার সাথে ছলনার সৃষ্টি করে। সে দিনে দিন প্রেমিককে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে, আর তার এই এড়িয়ে চলাটাই প্রেমিকের জন্য হয়ে ওঠে বেশ কষ্টসাধ্য। প্রেমিকাকে ভালোবেসে প্রেমিক যখন বাসর সাজানোর চিন্তা করল, তখন দেখা যায় প্রেমিকা তার থেকে দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে। আর এভাবেই একটা সময় সে জানতে পারলো তার প্রেমিকা অন্য কারোর প্রতি আসক্ত হয়েছে এবং তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেছে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 hours ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা। ভালোবাসার এই কবিতাটি আমার কাছে দারুন লেগেছে।

 5 hours ago 

আসলে আজ আপনি আমাদের মাঝে প্রিয় মানুষকে নিয়ে দারুণ একটা কবিতা শেয়ার করলেন। এই কবিতার প্রত্যেকটা লাইন একজন প্রিয় মানুষের জীবনের ক্ষেত্রে যথাযথভাবে মিলে যায়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 hours ago 

প্রিয়জনের মুখের হাসি দেখতে কতই না শান্তি লাগে। দারুন একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার লাইনগুলো প্রিয়জনকে উৎসর্গ করে লিখেছেন। প্রিয়জনের অভাব কতইনা কষ্ট দেয়। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 hours ago 

বাহ দারুন ভাবে একটি কবিতা লিখেছেন। আসলে মানুষ কখন কার প্রতি আসক্ত হয়ে যায়, তা বলা খুবই কঠিন। তবে, আমার কাছে মনে হয় নিজের প্রিয় মানুষ কে একটু আদরে রাখলে সে আর কখনো দ্বিতীয় কোন মানুষের কাছে যাবে না। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।