আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৭ মার্চ ২০২৫
|
এ যে সুদূর পথ চলা
চাঁদের আলোয় ধূসর রং মেশানো
বাতাসে সুখের গন্ধ ছড়ানো।
মেঘেরা গোপনে কত কথা বলে
আলো-আঁধারে মিশে
একসাথে মিলিয়ে যায়
নিরবতার ইথারে।
এ এক শান্ত প্রেমের গল্প
এ শুধুই এক গভীর অপেক্ষা
হৃদয়ের কোণে তীব্র কামনা
এই রাত যেন শেষ হবার না।
|
|-শুভরাত|
|
স্বল্প ছিলো জানা,
রূপকথাতে মেললো মন
অদৃশ্য দুই ডানা।
ছুটছি না আর আমি এখন;
সুখের, পিছু-পিছু...
সুখ আসে এখন আমার দ্বারে
তোমার রূপে প্রিয়তমেষু।
তোমার হাসির আলোর ছোঁয়ায়
সব ব্যথা যায় মুছে,
তুমি এলে, পৃথিবী আমার
পূর্ণতায় ভরে উঠে।
|
|-শুভরাত|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.109223901242082 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.