আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ জানুয়ারি ২০২৫

in #poetry6 days ago
আসসালামুআলাইকুম

IMG_20241218_161014.jpg

|

ধূসর গোধুলি যেন আজ রঙেতে মাখা
তারই মাঝে লুকিয়েছে প্রাণের সখা;
আমি শুধু আঁকি তাতে অবয়ব তার
প্রেমেতে মন্থন করি সেই রূপের বাহার।

গোধূলির আবীরের রঙ মেখে বার বার
বর্ণিল করিল তার নীলাভ আকার;
আমি যে বিরহীনি প্রিয়'র পথ চেয়ে
হৃদয়েতে আঁকি ছবি গোধূলির রঙ দিয়ে।

|
|-শুভ সন্ধ্যা 💫🤎|

IMG_20241218_160934.jpg

|

প্রিয়, কখনও হয় না ধূসর
হয় না অমলিন!
হৃদমাঝারে থাকে সে জন
হয়ে অন্তরীণ!

প্রিয়, কখনও হয় না অধরা
হয় না তুচ্ছ অতি!
সকাল, সন্ধ্যা সাজায় সে জন
হয়ে মুক্তা-মতি।

প্রিয়, কখনও যায় না ডুবে
যায় না অলক্ষ্যের তলে,
অন্তরেতে থাকে সে জন
আশার আলো হয়ে।
|
|-শুভ সন্ধ্যা 💫🤎|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.824910002526398 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.