আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৩ সেপ্টেম্বর ২০২৪

in #poetry2 months ago
আসসালামুআলাইকুম

IMG_20240906_170917.jpg

|

অনেক তো হলো মান অভিমান
অনেক হলো অভিযোগ
পাতায় পাতায়; নালিশ লিখে;
কেটে গেলো কয়েক প্রহর।

এবার নাহয় হোক অবসান
যতো জমে থাকা
মান অভিমান ভুলে হোক
একটু আগলে রাখা।

হচ্ছো জানি একটু অবাক তুমি
শোনো তবে প্রিয় আমার
জেনে নিও, অভিমানও
ভালোবাসার আরেক ডাকনাম।

|
|-শুভ দুপুর 🌱˚ʚ🤍|

IMG_20240906_170911.jpg
|

ঠোঁটের কবুতর –
আমার ভীষণ জ্বর
জ্বরের ঘোরে ভুলেই গেছি
আমাদের চেনা শহর।

ঠোঁটের কবুতর –
চারদিক স্যাঁতসেঁতে অন্ধকার
কে দাঁড়িয়ে আছে ওখানে!
জড়িয়ে চাদর, কান্নার।

ঠোঁটের কবুতর –
ভালোবাসি ভালোবাসি, বলে
যে গাছটি দাঁড়িয়ে ছিলো এতোকাল
আজ কি তার পালা ঝরে পড়বার!
|
|-শুভ দুপুর 🌱˚ʚ🤍|