আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৯ মার্চ ২০২৫
|
আমি হব তোমার কলম
তোমার প্রতিটি শব্দে
আমি হব গাঁথা সোনালী বন্ধন।
তুমি হবে লেখা
আমি হব অনুভূতির রেখা
বইয়ের পৃষ্ঠায় থাকবে
আলো-ছায়ার জীবন বর্ণনা।
তুমি আছো কলমে
প্রতিটি শব্দে স্বচ্ছ আলো ছড়িয়ে
যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যত
একাকার হয়ে সুন্দর জীবন দেখাবে।
|
|-শুভ বিকেল|
|
অস্তে অস্তমিত দিনকর;
হাসি মুখে কোথাও মিলিয়ে যাবে
প্রতিদিনই নির্ধারণী ক্ষণে।
সুরসুরি বাতাস দোলা দেয়
মিষ্টি হাসির আড়ালে
কোথাও মনের কোণায়
গোপনে সুখ খেলে।
সোনালী ধূসর রঙে রাঙা
ওই সবুজ দুলছে মাথা নেড়ে-
গগনই এমন মনমোহন
আকৃষ্ট প্রকৃতির প্রেমে।
|
|-শুভ বিকেল|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.1193095099886 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.