আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৪ ডিসেম্বর ২০২৪
|
অপেক্ষা করি প্রিয়তম'র
অভিমানে কত-শত
অযথাই বায়না ধরি।
এখনো, আশ্চর্য, অভ্যেসবশে
মন যা চায় তাই লিখি;
এই অভ্যেস হাসতে শেখায়
দেখায় জীবনটা সত্যি সুন্দর।
মনের এই রঙিন মৌসুমে
আসবা না-কি? চা খেতাম
শেষ বিকেলের এই সময়ে
তোমার চোখের সুখ হতাম।
|
|-শুভ সন্ধ্যা 💫|
|
একমুঠো শান্তি দাও
শান্তি দাও সকলকে
তোমার ওই সূর্যরশ্মির মতন।
কী নরম অথচ অপার ছোঁয়া
সূর্য; হেসে বললো
আমার কাজ আলো বিকিরণ
পৃথিবীর অন্ধকার দূর করা।
মানুষের মনের অন্ধকার
দূর করা তো আমার জাজ নয়
আলো নাও, নাও সকালের সূর্যরশ্মি
দূর করো নিজ মনের অন্ধকার সবি।
|
|-শুভ সন্ধ্যা 💫|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.20250838601493 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.