আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৭ সেপ্টেম্বর ২০২৪

in #poetry12 days ago
আসসালামুআলাইকুম

IMG_20240906_170757.jpg

|

পথ চলেছি পথের মতো
হাজার মাটির চলা,
বলছি কথা নিজের মতো
মনের কথা বলা।

পেরেক ঠোকা স্বভাব যাদের
অশান্তি বারোমাসই তাদের,
সেই স্বভাবেই অপর গাছে
চিরকাল পরগাছা হয়ে বাঁচে —

বলার ভাষা চুপ করে থাক
দেখার চোখই চলুক,
মন রে, তুই থাক যতনে
ওরাই কথা বলুক।

|
|-শুভ বিকেল ♡|

IMG_20240906_170747.jpg
|

স্মৃতি যদি মুছা যেত
আঁধার রাতে কাঁদত না কেউ
অতীতের কষ্ট, ভুলের বোঝা
সব মিলিয়ে যেত নিরব ধোঁয়ায়।

কিন্তু স্মৃতিহীন শহরে
আনন্দটাও হারিয়ে যেত চিরতরে
সবই মিশে যেত অন্ধকারে
তাই স্মৃতির শহরে
আমরা বাঁচি আলো-আঁধারে
কষ্টের স্মৃতিই শেখায়
আনন্দকে মূল্য দিতে
জীবন যে এক অমূল্য উপহার।
|
|-শুভ বিকেল ♡|