# কবিতাঃ " তুই যে আমার "

in #poetry6 years ago

DFPPAjFg.png

কিছু কথা আজ বলবো তোকে প্রেমী ;

তোর জন্যে মোর হৃদয়ে রেখেছি

ভালোবাসার ফুলদানি, তা'যে সোনার চেয়েও দামি ।

তুইযে আমার শ্রাবনমেঘের অচিরপ্রভা প্রেমী,

আমার স্বপ্নলোকে, বয়ে চলেছে যেই স্রোতস্বিনী,

তুই যে তার নীল সলিলের উজান ভাঙ্গা ঊর্মি ।

তুইযে আমার জ্যোৎস্না রাতের যৌবনবতী চাঁদ,

রুপালি আলোর ঝলকানিতে

হিয়ার মাঝে গড়েছিস তুই সুরেলা অনুনাদ ।

তুইযে আমার মুক্ত দিঘীর পদ্মাবতী প্রেমী ;

আমার যত কাব্য রচনা সবইযে রচিত তোকে নিয়ে;

জানে মোর অন্তর্যামী ।

রেখেছি তোকে মনের গহীনে,

লিখেছি তোকে কবিতে-গানে,

স্বর্গপুরীর অপ্সরী বেশে সাক্ষাৎ হলে মোর নয়নে ।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ।

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।

If You like my poem please let me know on comment box.Thank You.

I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

AND FOLOW ME

MY YOUTUBE CHANNEL LETS GO